মানস পূজা ( গদ্য )
মানস পূজা
ফলমূল, দুধ-কর্পূর, ধূপ-দীপ, ফুল দূর্বাদল, গঙ্গাজল, পুরোহিতে দক্ষিণা, তোরণসহ মেরাপ খাটানো, বসবার জন্য প্লাস্টিকের লাল চেয়ার,
প্রসাদ পাওয়ার জন্য, প্লাস্টিকের লাল টেবিল, প্রতিমা মূর্তি,
লোক খাওয়ানো, হ্যাপা পোয়ানো, ঢাক-ঢোল-কাঁসি ইত্যাদির
সমস্ত ধরণের খরচখরচা ছাড়াও, অন্য বিশেষ ধরণের সুউচ্চ ধারণার
পুজা পদ্ধতি আছে !
সেই পুজা পদ্ধতি, মানস পূজা !
মানসপূজা পদ্ধতিতে, সব পূজাটাই, মনের কল্পনা দিয়ে, নিগূঢ়তা দিয়ে করতে হয়।
তাতে, একটি পয়সাও
খরচা হবে না !
পাই পয়সারও, দরকার নেই !
তবে, পুরোহিতের দরকার না পড়াতে, পুরোহিতের রোজগার হয় না !
মানস পূজায়, পুরো পুজাটাই, মানস লোকে উদ্ভাসিত হয়।
মানস সরোবরে, সে পূজা ভাসতে থাকে !
মানস পূজায়, মনঃকল্পিত দ্রব্যাদি দিয়ে, মনঃকল্পিত গন্ধপুষ্প ইত্যাদি দিয়ে,
পূজা আরাধনা ইত্যাদি করতে পারা যায়।
আবার, বা্হ্য উপকরণ দিয়ে, বা বাহ্য উপকরণ ছাড়াই, কেবল মনে মনে
পূজা করতে পারেন।
তখন আপনার মানসমন্দিরই, আপনার মনোরূপ দেবালয় !
মানসপূজা, মনঃসম্বন্ধী পূজা।মানসিক ভাবের পূজা।ওটা শারীরিক ভাবের
পূজা নয় !
মানসপূজা, মন বিষয়ীভূত।আবার ধ্যান বিষয়কও, হতে পারে ! সেটা আপনার যেমন ইচ্ছা।
মানস পূজা নিখরচা !
* প্রব্রাজিকা বেদান্তপ্রাণার, ' প্রচলকথা ( অখণ্ড ) ', অবলম্বনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন