শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

বেদান্ত দর্শন


বেদান্ত দর্শন



নারদ বিষ্ণুভক্ত।

নারদ, প্রজাপতি ব্রহ্মা ও দেবী সরস্বতীর সন্তান !

ব্রহ্মা ও দেবী সরস্বতীর, নিয়ম মাফিক, বিবাহ হয়েছিল কিনা, জানা যায় না !

তবে, দেবী সরস্বতী, ব্রহ্মাকে, বরণ করে নিয়েছিলেন !

নারদ,  সনৎকুমারের কাছ থেকে, ব্রহ্মবিদ্যা লাভ করেন !

ছান্দোগ্যোপনিষদ্-এ,  সেই সম্বন্ধে, পূর্ণাঙ্গ বিবরণ আছে !

সেই বিবরণই, বেদান্ত দর্শনের মূল কথা !

সেখান থেকেই, বেদান্ত দর্শনের শুরু ! এবং জন্ম !


স্বামী বিবেকানন্দ, শিকাগো থেকে, ফেরবার পথে, জাফনায়, বেদান্তদর্শনের ওপর, একটা সরল-সুন্দর, সাধারণ লোকের উপযোগী, বক্তৃতা দিয়েছিলেন !
বেদান্তদর্শনের ওপর, আধুনিক যুগের উপযোগী, বিবেকানন্দের বক্তৃতাটি,  'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', বইটির, পঞ্চম খণ্ডে, পৃষ্ঠা সংখ্যা  ১৫-য় সন্নিবিষ্ট আছে !
পাঠক-পাঠিকারা, আগ্রহী হলে, ওটি দেখতে পারেন !
ঐ পঞ্চম খণ্ডেই, বেদান্ত সম্বন্ধে, আরও সংবাদ আছে ! দেখুন, পঞ্চম খণ্ডের  'নির্দেশিকা', পৃষ্ঠা, ৪৯৯-৫০০।



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ',  এবং বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন