শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

মহর্ষি নারদ


মহর্ষি নারদ



মহাভারতের বর্ণনায়, যুধিষ্ঠিরকে, ধর্মজ্ঞান, নারদ ঋষিই শেখান !

সনাতন ঐতিহ্যে,  যে বারোজন ব্যক্তিকে,  'অমর'  বলে মনে করা হয়, নারদ, তাঁদের মধ্যে অন্যতম !

বিষ্ণুভক্ত নারদ, স্বয়ং নারায়ণের কাছ থেকে,  'ভক্তিসূত্র'  শিক্ষা করেন !

সেই দর্শন,  'নারদভক্তিসূত্র'  হিসাবে পরিচিত !

এই গ্রন্থ,  'বৈষ্ণব ধর্মের'  মূল তত্ত্ব !

মহর্ষি নারদ, বিভিন্ন দেবলোকের মধ্যে আর মর্ত্যলোকেও, যাতায়াত করতে পারতেন !

নারদের ঢেঁকি ছিল, আন্তঃঅন্তরিক্ষ মহাকাশ যান !



* বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগৃহীত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন