শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

সনৎকুমার


সনৎকুমার



সনৎকুমার। সনৎ সর্বদা।
সনৎকুমার। নিত্যকুমার।
সনৎকুমার, ব্রহ্মার মানসপুত্রবিশেষ।
ব্রহ্মার ধ্যানপূত মানস থেকে, সনৎকুমারের জন্ম !
সনৎকুমার, জরা-মরণ-বিবর্জিত !

সনৎকুমার, এবং অন্যান্য তিনজন, শাস্ত্রে ওঁনারা,  'চতুঃসন' ! চতুঃসনের চারজনই ছিলেন, ব্রহ্মার মানসপুত্র !

সনৎকুমার। ইঁনি ভগবানের অবতার ! ইঁনি 'কৌমার সর্গ'-এর একজন মহাপুরুষ ! গাত্ররঙ,  গৌরবর্ণ !


ভারতের আদিবাসিরা নাকি কালো ! কিন্তু সনৎকুমারের কথা চিন্তা করুন ! তিঁনি ফর্সা ! ফর্সা শুধু উঁনি একা নন, চতুঃসন বলতে আমরা যাঁদের বুঝি, সেই সনক, সনন্দ ( সনন্দন ), ও সনাতনও, ফর্সা !

এটা তো হতে পারে, তখন তো কেবল, সৃষ্টির শুরু ! তাই চামড়ায়   melanin synthesis-এর কাজ,   তখনও শুরু হয় নি !
Melanin. A black pigment found in hair, skin,  and the  choroid of the eye.
Melanin. A natural sun-protector, in the skin !

হয়তো ব্রহ্মার মনে, মেলানিন সম্বন্ধে, কোন ধারণাই ছিল না !

বা, মেলানিন-এর পরিমাণ কম ছিল !

এমনও হতে পারে,  ওঁনারা চারজনই হয়তো  albino  ছিলেন ! অ্যালবিনো। অস্বাভাবিক রকম, শ্বেতচর্ম !

Albinism. Failure of the tyrosine system of our body, to oxidise  dopa  to melanin, so that the skin is fair, the hair white, and the eyes are pink !



*ব.শ.কো./২১১৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন