আমাদের সুষুপ্তি অবস্থা
আমাদের 'সুষুপ্তি অবস্থা', 'কারণ শরীরেই' হয় !
'সুষুপ্তি' আসলে 'সুষপ্ত' অবস্থা।
সুষপ্ত যেখানে গভীর নিদ্রা, সেখানে, সু-স্বপ্ + ক্ত ভাব। বি ; ক্লী।
'সুুষপ্ত অবস্থা'। 'গভীর নিদ্রা' অবস্থা।
সুষপ্ত যেখানে গভীর ভাবে নিদ্রিত, সেখানে, সু-স্বপ্ + ক্ত কর্তৃ। বিণ।
তখন আমরা 'গভীর' 'নিদ্রা অবস্থায়' মগ্ন !
সুষুপ্তি--গাঢ় নিদ্রা। সু-স্বপ্ ( নিদ্রা যাওয়া ) + ক্তি ভাব। বি ; স্ত্রী।
'স্থূল' বা 'সূক্ষ্ম' শরীরে, সুষুপ্তি অবস্থা হয় না !
সুষুপ্তিতে, স্থূলশরীর, যা 'অন্নময় কোশ', তার জ্ঞান থাকে না !
সুষুপ্তিতে, সূক্ষ্মশরীরের, যা 'প্রাণময় কোশ', 'মনোময় কোশ', এবং 'বিজ্ঞানময় কোশের' সমবায়, তার জ্ঞান থাকে না !
সূক্ষ্ম শরীরের মন-বুদ্ধিও 'অজ্ঞানে' লীন হয়ে যায় !
সুষুপ্তি অবস্থা, কেবলমাত্র 'কারণ শরীরে'ই হয় !
আমাদের জাগ্রত ও স্বপ্ন অবস্থায়, সুখ দুঃখের অনুভূতি থাকে।
কিন্তু, সুষুপ্তি অবস্থায়, দুঃখ অনুভূত হয় না !
সুষুপ্তি অবস্থায়, শুধু সুখ, শুধু সুখের অনুভূতি হয় !
সেই জন্যই, 'কারণ শরীর', কেবলমাত্র, "আনন্দময়", 'আনন্দময় কোশে' ভরপুর !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন