শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

আমাদের কারণ শরীর


আমাদের কারণ শরীর


মানুষের জ্ঞান, বুদ্ধিস্তর পর্যন্ত এগোতে পারে !

তারপর আর জ্ঞান হয় না !

এই জ্ঞান না হওয়াকে বলে 'অজ্ঞান' !

এই  'অজ্ঞানতত্ত্ব', সমস্ত শরীরের কারণ হওয়ায়, তা 'কারণশরীর' !

কারণশরীরের সাথে অজ্ঞানতত্বের সংযোগ সম্পর্ক রয়েছে !

কারণশরীরকে বলা হয়, 'স্বভাব', 'অভ্যাস', 'প্রকৃতি' !

এই কারণশরীর আমাদের 'আনন্দময় কোশ'ও !

কারণশরীরে 'সমাধি' আসে !



*  সূত্র  :  'সাধক সঞ্জীবনী',   'বঙ্গীয় শব্দকোষ',  প্রচলিত বাংলা অভিধান', 'গীতা রসামৃত',  পৃষ্ঠা  ৪০৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন