রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

স্থূল শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীর


স্থূল শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীর


আমাদের স্থূলশরীর  সূক্ষ্মশরীর এবং  কারণশরীরও,  সময়ের সাথে সাথে,  প্রতি মুহূর্তে,  প্রতিক্ষণে,  পরিবর্তিত হচ্ছে !

 এক সময় আসে, যখন শেষ অবধি,  ঐ শরীর সমষ্টিরও নাশও  হয়ে যায়.....


জীবাত্মা, স্থূলশরীরে, সূক্ষ্মশরীরে এবং কারণশরীরে, প্রাণের সঙ্গে স্থিত থাকেন !

প্রাণ না থাকলেও,  সেখানে,  শাস্ত্রের ধারণা অনুযায়ী,  পরমাত্না সব সময়েই স্থিত থাকেন !


বাস্তবে, আমাদের স্থূল শরীর, কাজকর্ম করে।
সূক্ষ শরীর, চিন্তা করায়।
কারণশরীরে 'সমাধি' আসে।
* সূত্র  'গীতারসামৃত' পৃষ্ঠা ৪০৬।



*  সূত্র  'সাধক সঞ্জীবনী', গীতা প্রেস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন