হংস [ দুই ]
হংস মন্দগামী। হংসই রাজহাঁস। মরাল। সিতপক্ষ।
( এখানে দেশিহাঁস বা স্থানীয় হাঁস বা পাতিহাঁস সম্বন্ধে বলা হচ্ছে না ! )
হংস সম্বন্ধে ঋগ্বেদে উল্লেখ আছে ! ( ঋগ্বেদ ২.৩৪৫ )।
ঋগ্বেদের বর্ণনায়, 'হংস' 'পৌরাণিক' পাখি !
সেই পাখি 'মিশ্রিত' সোমজল থেকে বিশুদ্ধ 'সোমরস' পান করত !
হংস 'অশ্বিনীকুমারদ্বয়ের' বাহন ! ( ঋগ্বেদ ৪.৪৫.৪ )।
হংসেরা বর্ষার আগমনে 'বিহারের' জন্য 'মানস সরোবরে' যেত !
মানস সরোবরের পরিষ্কার জল, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হংস-হংসীদের জলক্রীড়ায়, রতিক্রীড়ায় উদ্বুদ্ধ করত !
'হংস' 'ব্রহ্মা' 'সরস্বতী' এবং 'বরুণ' দেবতাদেরও বাহন ! ( বৃহৎ সংহিতা ৫৮.৫৭ )।
বরুণদেবতা।
সমুদ্র জল বৃষ্টি ও পশ্চিমদিকের অধিদেবতা, প্রচেতা !
* সূত্র 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ২৩১৮-৯।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন