চাঁদের আলো
চাঁদের আলো তো সূর্যের প্রতিফলিত আলোক !
সে আলোক তবে অত 'নরম' কেন ?
তাপপ্রদানকারী নয় কেন ?
চাঁদ কি সূর্যের চোখ ঝলসানো অতি উজ্জ্বলতা, প্রখর তাপ, অতি উষ্ণতা, 'নীলকণ্ঠের' গরল পানের মতন, শোষণ করে নেয় ? আমাদের 'বিমুক্ত' করে ?
চাঁদ কি আমাদের মন ভুলোয় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন