আমাদের সূক্ষ্ম শরীর
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।
পঞ্চ কর্মেন্দ্রিয়।
বাক্, পাণি, পাদ, পায়ু, ও উপস্থ।
পাঁচটি মহৎ প্রাণ !
প্রাণ, অপান, উদান, সমান, ও ব্যান।
মন।
বুদ্ধি।
এই সতেরোটি তত্ত্বের সম্মিলিত অবয়ব, আমাদের সূক্ষশরীর !
যেখানে প্রাণের প্রাধান্য, সেই সূক্ষ্মশরীর, আমাদের 'প্রাণময় কোশ' !
যেখানে মনের প্রাধান্য, সেই সূক্ষ্মশরীর, আমাদের 'মনোময় কোশ' !
যেখানে 'বুদ্ধির' প্রাধান্য, সেই সূক্ষ্মশরীর, আমাদের 'বিজ্ঞানময় কোশ' !
সূক্ষ্মশরীর আমাদের স্বাভাবিক সৎ চিন্তা-ভাবনা করায় !
* সূত্র : 'সাধক সঞ্জীবনী', 'বঙ্গীব শব্দকোষ', প্রচলিত বাংলা অভিধান, 'গীতা রসামৃত' পৃষ্ঠা ৪০৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন