শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

স্থূলশরীর


স্থূলশরীর


শাস্ত্রের দৃষ্টিতে আমাদের শরীর



আমাদের শরীরের তিনটি ভাগ !

স্থূলশরীর।

সূক্ষ্মশরীর।

কারণশরীর। 

স্থূলশরীর।
আমাদের এই শরীর, যা বাবা-মায়ের রজ-বীর্য থেকে তৈরি হয়েছে, তা স্থূলশরীর।

শাস্ত্রের ব্যাখ্যায়, 

পৃথিবী

জল

তেজ

বায়ু

এবং আকাশ,

এই পঞ্চভূতের সম্মিলিত সত্ত্বা  অর্থাৎ সমবায় থেকে যা তৈরি হয়েছে,  এবং যাতে  'প্রাণ' আছে,  আমাদের সেই  সত্ত্বা, যা কিনা 'শরীর', তাই স্থুলশরীর !

এই স্থূলশরীরের অন্য নাম, 'অন্নময় কোশ'। কেননা,  এটি অন্নদ্বারাই জীবিত থাকে,  এবং,  আসলে এটি অন্নের 'বিকার' থেকে উদ্ভূত !

'বিকার'।
স্বাভাবিক অবস্থার অন্যথা ! বৈগুণ্য। রূপান্তর। অবস্থান্তর। পরিবর্তনের ফলে উৎপন্ন বস্তু। যেমন দুধ থেকে দই ! আসলে
অন্যরূপ পরিণাম বা পরিণামবিশিষ্ট।

অন্নমব কোশ, নির্দিষ্ট কালসীমার মধ্যে অন্ন দ্বারা প্রতিপালিত, এবং, বৃদ্ধিপ্রাপ্ত  হয় !

'প্রাণ' না থাকলে, স্থূলশরীরে 'পচন' ধরে !

আমাদের স্থূলশরীর বিভিন্ন শারীরিক কাজকর্ম, কসরত,  করে !



*  তথ্যসূত্র  :  'সাধক সঞ্জীবনী',  'বঙ্গীয় শব্দকোষ',  প্রচলিত বাংলা অভিধান,  'গীতা রসামৃত', পৃষ্ঠা ৪০৬।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন