সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

কারবালার যুদ্ধ

কারবালার যুদ্ধ


কারবালার যুদ্ধ, ১০ই অক্টোবর, ৬৮০ ক্রিস্টাব্দে, বর্তমান ইরাকের,  তৎকালীন  'কারবালার প্রান্তরে',  সংঘটিত হয়েছিল।

কারবালার যুদ্ধ, অসম শক্তিধরদের সঙ্গে, আলির পক্ষে, নিজেদের মধ্যে, নিজেদের,  যুদ্ধ !

একদিকে প্রচণ্ড শক্তিধর ও ক্ষমতাসীন উমাইয়া খলিফা ( calif, caliph, a successor of Mohammed, who is the civil and religious chief of the Islamic world.  caliphate- খলিফার পদ, অধিকার বা শাসন। Ar. khalifah ).।

অন্যদিকে মহম্মদ ( সা )-এর মেয়ের পক্ষের নাতি, হোসেইন ইবন আলি, নিজে, এবং তাঁর অল্প কিছু সংখ্যক সমর্থক ও আত্মীয়।

কারবালার অন্যতম শহীদ, হোসেইন এবং তাঁর ছয় মাসের শিশুপুত্র, অলি আল-আসগর ইবন হোসেইন সহ. সকল পুরুষ

সমর্থক !

কিছু নারী ও শিশু বন্দি হয় !

এই যুদ্ধটি থেকে,  পরবর্তিতে,  মুসলিম 'শিয়া' সম্প্রদায়ের উত্থান !

কারবালা যুদ্ধ,  শিয়া পন্থীদের পক্ষে, বিরাট বিপর্যয় ও শোকাবহ ঐতি্হ্য !

এটা বলা হয়,  কারবালা যুদ্ধে, হোসেইন পক্ষের বাহাত্তর জনের শিরোচ্ছেদ করা হয়েছিল !

 সেই জন্য  '৭২' সংখ্যাটিকে, শিয়াপন্থীরা বিশেষ ভাবে মান্যতা দেয় !

অন্যদের শিরোচ্ছেদ ছাড়াই মৃত্যু ঘটেছিল।

'সুন্নি' এবং 'শিয়া' দুদলই 'মুসলিম'। তবে আমার ধারণায়, যতদূর আমার এ বিষয়ে পড়াশোনা আছে, বিভিন্ন 'ইউটিউব'-এর কল্যাণে যতদূর 'দেখাশোনা' আছে, শিয়ারা অনেক বেশি modest, বিনয়ী, নম্র। আচার-ব‍্যবহারে  তাদের পরিমিত মাত্রা ! তারা শালীনতা বজায় রাখে ! কোনরূপ গর্বোদ্ধত ভাব আমি তাদের মধ্যে দেখি না !

কারবালার যুদ্ধে, মহম্মদ ( সা )-এর কন্যা পক্ষের নাতি , হোসেইন ইবন আলির, ছয় মাসের শিশুপুত্র, আলি আল-আসগর
ইবন  হোসেইন-এর কান্না, এখনো আমাদের অন্তরে অনুভুত হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন