মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

কোশা কুশি কুশাসন

কোশা কুশি কুশাসন



কোশা।
কোশের অর্থাৎ,  হাতের অঞ্জলির ( আঁজলার ) মতন,  এখন সাধারণত  তামার তৈরি,   পূজার জন্য,   বিশুদ্ধ ও পবিত্র
জল রাখার বিশেষ পাত্র।

কুশি।
কোশার থেকে জল তোলার জন্য পাত্রবিশেষ।
সেটাও একটা ছোট কোশা !

এক সময়ে, গণ্ডারের শৃঙ্গে গড়া কোশা-কুশি,  ভারতবর্ষে ব্যবহার হতে দেখা যেত !

কোশা কুশি ও কুশাসন,   পূজার অনুষ্ঠানের নিমিত্ত,  বিশেষ উপকরণ !



* ব-৫৯০/২

কুশ লব ও রাম

কুশ  লব ও রাম



রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ চলাকালীন,  কুশ ও লব,  রামচন্দ্রের রাজসভায়,  রামায়ণ গান করে,   রামের পুত্রদ্বয় হিসাবে পরিগণিত হন ও স্বীকৃতি লাভ করেন।

পরবর্তীতে, রাম কুশকে কোশলরাজ্যের ও লবকে উত্তরকোশলের আধিপত্য প্রদান করেন।

রাম, কুশ বা লবের কাউকেই অযোধ্যার অধিপতি করেন নি !

সেখানার জন্য তো ভরত অপেক্ষারত ছিলেন !

কোশল, উত্তরকোশল ছিল সরযূনদীর তীরের জনপদ।

পূর্বকোশল দেশ ছিল কৌশল্যার পিতৃরাজ্য।

রামচন্দ্র সাঁতার জানতেন না !

তিনি স্নান করবার সময়,  সরযূনদীতে,  জলে ডুবে মারা যান !

তাতে রামরাজত্বে হাহাকার ওঠে !

রাম মারা যাওয়ার সাথে সাথে,  রামায়ণের অধ্যায়গুলো লেখা বন্ধ হয় ! রামায়ণ শেষ হয় !



* ব-৬৫৯/১

সোমবার, ১২ জুন, ২০১৭

রক্ষাবন্ধন


রক্ষাবন্ধন



রক্ষাবন্ধন।
ওটি সুরক্ষাবন্ধন !

রক্ষাবন্ধন ত্রেতা যুগেও ছিল !

বাল্মীকি নিজে কুশগুচ্ছ দিয়ে,  সুরক্ষাবন্ধন তৈরি করে,  রামচন্দ্রের দুই পুত্র,  লব ও কুশকে,  শিশুঘাতী পূতনা প্রভৃতি রাক্ষসীদের কব্জা থেকে,  রক্ষা করেছিলেন !

গন্ধর্ব গালব এবং মহর্ষি নারদ


গন্ধর্ব গালব এবং মহর্ষি নারদ



গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন গালব।

গালব-এর সুরের যাদুতে মুগ্ধ হয়ে,  মহর্ষি নারদ,  সুরের তালিম নিয়েছিলেন,  গন্ধর্ব গালব-এর কাছ থেকে !

মহর্ষি নারদের দেওয়া সুর,  আদপে,  গন্ধর্ব গালব-এর সুর !

সেই সুর আসলে,  গন্ধর্বগালব ঘরানার  সুর !

রবিবার, ১১ জুন, ২০১৭

স্বামী বিবেকানন্দ ২


স্বামী বিবেকানন্দ ২



স্বামী বিবেকানন্দ,  এক হাতে দণ্ড,  অন্য হাতে কমণ্ডলু নিয়ে,  পায়ে হেঁটে,  ভারতের সমাজ সংস্কৃতি ভাষা অর্থনীতি মন্দির স্থাপত্য রাজবাটি ইত্যাদি স্বচক্ষে দেখেছেন !

তাঁর মনে হয়েছিল,  সঠিক  সমাজবিপ্লব এবং সঠিক ধর্মবিপ্লব ছাড়া,   ভারতবাসিদের উন্নতি নেই !

নিরক্ষর মূর্খ অস্পৃশ্য চণ্ডাল ভারতবাসিদের কথা,  বিবেকানন্দ,  সকলের সামনে,   তুলে ধরেছিলেন !

শনিবার, ১০ জুন, ২০১৭

বারাণসী


বারাণসী



'অসি' পৌরাণিক নদী !
এই নদী,  বরুণা নামক নদীর দক্ষিণে,  গঙ্গায় সংমিলিত হয়ে,  ( অসি ঘাটে ), তারপরে উত্তরবাহিনী হয়ে,  বরুণাতে পতিত হয়েছে ! [ অসি পৌরাণিক, তাই, গল্পের নদী ! ]
কাশীধাম,  এই দুই নদীর ( অসি পৌরাণিক নদী ) মধ্যবর্তী হওয়ায়,  কাশীধামের অন্য নাম,  'বারাণসী' !
গঙ্গা বরাবর-ই, কাশীধামের কাছ দিয়ে বহে গেছে !
এখন বারাণসী,  বাড়তে বাড়তে,  গঙ্গার ধারেই এসে গেছে !
ইংরেজিতে,  বারাণসী,  Benaras/Banaras ( বেনারস, Varanas  ) !




সালাম


সালাম



সালাম।
সেলাম-এর রূপ ভেদ !

সেলাম।
মুসলমানদের প্রথায় নমস্কার !
সেলাম অভিবাদন !
সেলাম আরবিতে 'সলাম্‌' !

সেলাম করা
মুসলমানি প্রথায়,  নমস্কার করা !

সেলাম
ব্যঙ্গ অর্থে
হার স্বীকার বা নতি স্বীকার করা !

সেলাম বাজানো
ব্যাঙ্গার্থে
নিয়মিতভাবে বশ্যতা জ্ঞাপন করা !

সময় অনুযায়ী, এখন আমরা, সেলাম বাজিয়েই চলেছি !

বাজিয়েই চলেছি !
বাজিয়েই চলেছি !
বাজিয়েই চলেছি !



* সূত্র 'সংসদ বাংলা অভিধান', পৃষ্ঠা ৮৩১/২; ৮৪৪/২।