মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

কুশ লব ও রাম

কুশ  লব ও রাম



রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ চলাকালীন,  কুশ ও লব,  রামচন্দ্রের রাজসভায়,  রামায়ণ গান করে,   রামের পুত্রদ্বয় হিসাবে পরিগণিত হন ও স্বীকৃতি লাভ করেন।

পরবর্তীতে, রাম কুশকে কোশলরাজ্যের ও লবকে উত্তরকোশলের আধিপত্য প্রদান করেন।

রাম, কুশ বা লবের কাউকেই অযোধ্যার অধিপতি করেন নি !

সেখানার জন্য তো ভরত অপেক্ষারত ছিলেন !

কোশল, উত্তরকোশল ছিল সরযূনদীর তীরের জনপদ।

পূর্বকোশল দেশ ছিল কৌশল্যার পিতৃরাজ্য।

রামচন্দ্র সাঁতার জানতেন না !

তিনি স্নান করবার সময়,  সরযূনদীতে,  জলে ডুবে মারা যান !

তাতে রামরাজত্বে হাহাকার ওঠে !

রাম মারা যাওয়ার সাথে সাথে,  রামায়ণের অধ্যায়গুলো লেখা বন্ধ হয় ! রামায়ণ শেষ হয় !



* ব-৬৫৯/১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন