শনিবার, ১০ জুন, ২০১৭

বারাণসী


বারাণসী



'অসি' পৌরাণিক নদী !
এই নদী,  বরুণা নামক নদীর দক্ষিণে,  গঙ্গায় সংমিলিত হয়ে,  ( অসি ঘাটে ), তারপরে উত্তরবাহিনী হয়ে,  বরুণাতে পতিত হয়েছে ! [ অসি পৌরাণিক, তাই, গল্পের নদী ! ]
কাশীধাম,  এই দুই নদীর ( অসি পৌরাণিক নদী ) মধ্যবর্তী হওয়ায়,  কাশীধামের অন্য নাম,  'বারাণসী' !
গঙ্গা বরাবর-ই, কাশীধামের কাছ দিয়ে বহে গেছে !
এখন বারাণসী,  বাড়তে বাড়তে,  গঙ্গার ধারেই এসে গেছে !
ইংরেজিতে,  বারাণসী,  Benaras/Banaras ( বেনারস, Varanas  ) !




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন