মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

কোশা কুশি কুশাসন

কোশা কুশি কুশাসন



কোশা।
কোশের অর্থাৎ,  হাতের অঞ্জলির ( আঁজলার ) মতন,  এখন সাধারণত  তামার তৈরি,   পূজার জন্য,   বিশুদ্ধ ও পবিত্র
জল রাখার বিশেষ পাত্র।

কুশি।
কোশার থেকে জল তোলার জন্য পাত্রবিশেষ।
সেটাও একটা ছোট কোশা !

এক সময়ে, গণ্ডারের শৃঙ্গে গড়া কোশা-কুশি,  ভারতবর্ষে ব্যবহার হতে দেখা যেত !

কোশা কুশি ও কুশাসন,   পূজার অনুষ্ঠানের নিমিত্ত,  বিশেষ উপকরণ !



* ব-৫৯০/২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন