বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

কীর্তনও সমাধি আনে

 কীর্তনও সমাধি আনে


প্রণব কুমার কুণ্ডূ







প্রণব কুমার কুণ্ডূ



কীর্তনও সমাধি আনে।

কীর্তনও বৈষ্ণবের সমাধি আনতে পারে !

সেই সময় গলার স্বর ক্ষীণ হয়ে আসে !

তারপর শুধু ঠোঁটদুটি শুধু নড়ে।

কিছুক্ষণ পরে ঠোঁট নাড়াও বন্ধ হয়ে যায়।

তখন বৈষ্ণব ললিত নাচে।

তার পরে ভাবসমাধি আসে !

তখন শরীর থেকে মন উধাও হয়ে যায় !

মন সমাধিতে বিলীন হয়ে যায় !

তখন দাঁড়িয়ে থাকা, হাঁটা, এগুলোও বন্ধ হয়ে যায় !

হয়তো পতনও হয় !

বৈষ্ণবী তখন কাছে থাকলে, কোলে তুলে ধরে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন