হিন্দুশাস্ত্র
শেয়ার করেছেন :- প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
Rahul Barmon এতে 🚩卐 Hindu Network - হিন্দু নেটওয়ার্ক 卐 🚩
#যেসব শিক্ষিত হিন্দুরা মনে করেন ধর্ম ও বিজ্ঞান আলাদা সেইসব মহাশিক্ষিত হিন্দুরা জানুন আংশিক
#ভাগবত গীতা পড়েই পরমাণু বোমার আবিস্কার করেন পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহেইমার।
#ভাগবত গীতা পড়েই পরমাণু বোমার আবিস্কার করেন পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহেইমার।
১/ পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহেইমার বলেছেন আমি হিন্দুদের ভাগবত গীতার
স্ক্রিপ্ট পড়েই পরমাণু বোমার আবিস্কার করি - ওপেনহেইমারের সেই বক্তব্যের
লাইভ ভিডিও লিংক - https://youtu.be/EnlOCFcJa4I
২/ রবার্ট ওপেনহেইমার ভাগবত গীতার কোন বিষয় পড়ে এবং কি কি সুত্র মিলিয়ে পরমাণু বোমার আবিস্কার করেছেন তিনি। তার লাইভ ভিডিও লিংক - https://youtu.be/Ut2fS5LYoiY
৩/ রবার্ট ওপেনহেইমারের পরমাণু বোমার আবিস্কার সম্পর্কে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের
মতামতের ভিডিও লিংক - https://youtu.be/486MZC8596g
# সনাতন ধর্মের পবিত্র বেদে বিজ্ঞানের ব্যাপারে আলোচনা -
১/ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ।
যজুর্বেদ - ৩/৬ । -
২/ চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়ে পৃথিবীতে আলো দেয় ।
ঋগ্বেদ - ১ | ৮৪ | ১৫ । -
৩/ সূর্য ঘুরছে তার নিজ কক্ষপথে সাথে নিয়ে সকল গ্রহকে আকর্ষণ শক্তির বলে ।
যজুর্বেদ - ৩৩.৪৩ । -
৪/ মহৎ সূর্য দিন এবং রাত্রির নির্মাণ করে। এটি পৃথিবীর অর্ধেক অংশকে আলোকিত করে এবং বাকি অর্ধেক অংশকে অন্ধকারে ঢেকে দেয় ।
অথর্ববেদ - ১৩ / ২/ ৪৩ । -
৫/ এই প্রত্যক্ষ পৃথিবী অন্তরীক্ষে সূর্যের চারিদিকে আবর্তন করে ।
যজুর্বেদ - ৩/৬ । -
পবিত্র বেদ পড়েই ভারতের বিখ্যাত সাইন্টিষ্ট,দাশর্নিক ও আবিস্কারক হয়েছেন যারা-
১- মহর্ষি আর্যভট - আজ থেকে প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।
# মহর্ষি আর্যভটের আবিস্কার- শুন্যের (০) আবিস্কারক, দশমিক পদ্ধতির আবিষ্কারক, নির্ভুল ভাবে পৃথিবীর ব্যাসার্ধ মাপা, পাই এর নির্মাণ, বীজগণিত, পাটিগণিত, সমতল ত্রিকোণমিতির আবিস্কারক।
জ্যোতির্বিদ্যা- নির্ভুলভাবে পৃথিবীর আক্ষিক গতির হিসাব করেছিলেন। তার হিসেবে পৃথিবীর পরিধি ছিলো ৩৯.৯৬৮ কিলোমিটার যেটা সে সময়ের মতে বের করা যেকোনো পরিমাপের চেয়ে শুদ্ধ। ভুল মাত্র ০.২%। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এর সঠিক কারণ আবিস্কার করেন মহর্ষি আর্যভট । ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভটের নামে রাখা হয়।
২/ রবার্ট ওপেনহেইমার ভাগবত গীতার কোন বিষয় পড়ে এবং কি কি সুত্র মিলিয়ে পরমাণু বোমার আবিস্কার করেছেন তিনি। তার লাইভ ভিডিও লিংক - https://youtu.be/Ut2fS5LYoiY
৩/ রবার্ট ওপেনহেইমারের পরমাণু বোমার আবিস্কার সম্পর্কে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের
মতামতের ভিডিও লিংক - https://youtu.be/486MZC8596g
# সনাতন ধর্মের পবিত্র বেদে বিজ্ঞানের ব্যাপারে আলোচনা -
১/ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ।
যজুর্বেদ - ৩/৬ । -
২/ চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়ে পৃথিবীতে আলো দেয় ।
ঋগ্বেদ - ১ | ৮৪ | ১৫ । -
৩/ সূর্য ঘুরছে তার নিজ কক্ষপথে সাথে নিয়ে সকল গ্রহকে আকর্ষণ শক্তির বলে ।
যজুর্বেদ - ৩৩.৪৩ । -
৪/ মহৎ সূর্য দিন এবং রাত্রির নির্মাণ করে। এটি পৃথিবীর অর্ধেক অংশকে আলোকিত করে এবং বাকি অর্ধেক অংশকে অন্ধকারে ঢেকে দেয় ।
অথর্ববেদ - ১৩ / ২/ ৪৩ । -
৫/ এই প্রত্যক্ষ পৃথিবী অন্তরীক্ষে সূর্যের চারিদিকে আবর্তন করে ।
যজুর্বেদ - ৩/৬ । -
পবিত্র বেদ পড়েই ভারতের বিখ্যাত সাইন্টিষ্ট,দাশর্নিক ও আবিস্কারক হয়েছেন যারা-
১- মহর্ষি আর্যভট - আজ থেকে প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।
# মহর্ষি আর্যভটের আবিস্কার- শুন্যের (০) আবিস্কারক, দশমিক পদ্ধতির আবিষ্কারক, নির্ভুল ভাবে পৃথিবীর ব্যাসার্ধ মাপা, পাই এর নির্মাণ, বীজগণিত, পাটিগণিত, সমতল ত্রিকোণমিতির আবিস্কারক।
জ্যোতির্বিদ্যা- নির্ভুলভাবে পৃথিবীর আক্ষিক গতির হিসাব করেছিলেন। তার হিসেবে পৃথিবীর পরিধি ছিলো ৩৯.৯৬৮ কিলোমিটার যেটা সে সময়ের মতে বের করা যেকোনো পরিমাপের চেয়ে শুদ্ধ। ভুল মাত্র ০.২%। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এর সঠিক কারণ আবিস্কার করেন মহর্ষি আর্যভট । ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভটের নামে রাখা হয়।
# চরক ঋষি - মেডিসিনের জনক। ২০০ বা ৩০০ খ্রিষ্টপর্বে
জন্ম। চরক মুনি তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক ছিলেন।
পবিত্র অথর্ববেদের চিকিৎসা বিদ্যায় বর্ণিত আয়ুর্বেদ সম্পর্কিত বিষয়গুলো
থেকে চিকিৎসা কৌশল গুলোকে একত্রিত করে চরক সংহিতা নামক আয়ুর্বেদের আকর
গ্রন্থ রচয়িতা করেন৷ চরক সংহিতা নামক গ্রন্থে বিভিন্ন রোগের কারণ, লক্ষ্মণ ও
তার চিকিৎসা সম্পর্কিত ১২০ টি অধ্যায় ৮ ভাগে বিভক্ত রয়েছে। এতে ১১২০ টি
অসুস্থতার কারণ ও ৭০০ টি ঔষধের বর্ণনা এবং খনিজ পদার্থজাত ৬৪ টি ও প্রাণীর
উৎসজাত ৫৭ টি ঔষধের বর্ণনা রয়েছে।
# মহর্ষি সুশ্রুত - সুশ্রুত কে শল্য-বিদ্যা বা অস্ত্রোপচার জনক (The father of surgery) বলা হয়। মহর্ষি সুশ্রুত কে প্লাস্টিক সার্জারির জনকও বলা হয়।
শিক্ষিত হিন্দুরা মনে করে ধর্ম এবং বিজ্ঞান আলাদা। শিক্ষিত হিন্দুরা মনে ইউরোপ আমেরিকার বিজ্ঞানকে শ্রেষ্ঠ হিসেবে দেখে। কিন্তু সেই সব শিক্ষিত হিন্দুরা জানেই না পৃথিবীর যত সব আবিস্কার তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় গুলো ভারতের মহর্ষি রা হাজার হাজার বছর আগে আবিস্কার করে গেছেন।
# মহর্ষি সুশ্রুত - সুশ্রুত কে শল্য-বিদ্যা বা অস্ত্রোপচার জনক (The father of surgery) বলা হয়। মহর্ষি সুশ্রুত কে প্লাস্টিক সার্জারির জনকও বলা হয়।
শিক্ষিত হিন্দুরা মনে করে ধর্ম এবং বিজ্ঞান আলাদা। শিক্ষিত হিন্দুরা মনে ইউরোপ আমেরিকার বিজ্ঞানকে শ্রেষ্ঠ হিসেবে দেখে। কিন্তু সেই সব শিক্ষিত হিন্দুরা জানেই না পৃথিবীর যত সব আবিস্কার তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় গুলো ভারতের মহর্ষি রা হাজার হাজার বছর আগে আবিস্কার করে গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন