লঙ্কার রাবণরাজার যমদেব দর্শন
* সূত্র : বাল্মীকি রামায়ণ। পৃষ্ঠা ৮৯৩, হেমচন্দ্র ভট্টাচার্য অনুদিত।
রাবণ রাজা সাক্ষাৎ 'মৃত্যু'র মুখোমুখি হয়ে, প্রেতরাজ যমকে দেখেছিলেন।
যমের হাতে পাশ।
চোখ লাল।
জিব বিদ্যুতের মতো লকলকে, তীক্ষ্ণ ও তেজি। দেখতে অতিমাত্রায় ভয়ানক।
চুলগুলো খাড়া খাড়া।
সাপ ও বিছে গায়ের লোম।
দাঁতগুলো অস্বাভাবিক এবং ভয়ানক।
সারা গা জ্বালা ধরায়।
যমের দিকে দৃষ্টিপাত করা যায় না।
তবে যম যুদ্ধে পিছপা হন না।
যম পাপের দণ্ডদাতা।
রাবণরাজা সেই যমকে নাকি যুদ্ধে পরাজিত করেছিলেন !
প্রণব কুমার কুণ্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন