সুকুমার রায়
সুকুমার রায়।
কালাজ্বর ( Visceral Leishmaniasis ) নামক মারাত্মক আসুখে মারা গিয়ে ছিলেন।
কালাজ্বর, যা লিশম্যানিয়াসিস রোগের কয়েকটি প্রকারের মধ্যে সবচেয়ে গুরুতর।
লিশম্যানিয়া ( Protozooan Parasites of the Genus Leishmania donovani ) গণভুক্ত একপ্রকার পরজীবী প্রোটোজোয়া ( Protozoa ) কালাজ্বর রোগটি ঘটায় এবং বেলেমাছির ( Sandfly ) কামড়ের দ্বারা রোগটি ছড়ায়।
পরজীবীগুলো মানুষের যকৃত-এ, প্লীহা-য়, অস্থিমজ্জা-য় সংক্রমণ ঘটায়।
কালাজ্বরের লক্ষণ :-
কালাজ্বরের লক্ষণ হোল জ্বর, তা ছাড়া, ছাড়া ছাড়া জ্বর, ক্ষুধা মন্দা, শরীরের ওজন কমা, শরীরে সৃষ্টি হওয়া ক্ষত-ঘা, দৈহিক অবসাদ, রক্তাপ্লতা, গায়ের চামড়া কালচে হওয়া এবং যকৃত ও প্লীহার আকার-আয়তন বৃদ্ধি প্রভৃতি।
প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী এবং চিকিৎসক, ড: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি তৎকালীন বৃটিশ সরকারের কাছ থেকে, রায়বাহাদুর এবং স্যার উপাধি পেয়েছিলেন, কালাজ্বরের চিকিৎসার ওষুধ, ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন।
মৃত্যুর নয় দিন পরে, সুকুমার রায়ের প্রথম বই প্রকাশিত হয়েছিল।
কালাজ্বরে সুকুমার রায় ভুগেছিলেন, তাঁর ৩৪ বৎসর বয়স থেকে, ৩৬ বৎসর বয়স পর্যন্ত।
ইউ রায় এন্ড সন্স থেকে ১৯২৩ সালের ১৯শে সেপ্টেম্বর তাঁর প্রথম বই, নমসেন্স ছড়ার সংকলন, 'আবোল তাবোল' প্রকাশিত হয়।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন, সুকুমার রায়ের বাবা।
প্রণব কুমার কুণ্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন