বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

ভারতের সংখ্যালঘু সম্প্রদায় ( দ্বিতীয় পর্যায় )



ভারতের সংখ্যালঘু সম্প্রদায় ( দ্বিতীয় পর্যায় )



ভারতের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়কে, আলাদা আলাদা ভাবে, ভেঙ্গে ভেঙ্গে, দেখানোর জয়যাত্রা শুরু হোক !

 যেমন,

রামকৃষ্ণ মিশন সম্প্রদায়
শাক্ত সম্প্রদায়
শৈব সম্প্রদায়
বৈষ্ণব সম্প্রদায়
প্রভৃতি।

আবার,  প্রত্যেকটা সম্প্রদায়ের, উপ-বিভাগগুলোকেও, আলাদা আলাদা সম্প্রদায় হিসাবে, স্বীকৃতি দেওয়া হোক !

যেমন,

বিভিন্ন গুরুগত  সম্প্রদায়
বিভিন্ন মঠগত সম্প্রদায়
অসাম্প্রদায়িক  সম্প্রদায়
প্রভৃতি।

তাহলে, সেগুলোও, আলাদা আলাদা ভাবে, সংখ্যালঘু সম্প্রদায় হয়ে পড়বে !
তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আর সুযোগ-সুবিধাগুলি, বিভিন্ন হিন্দু সম্প্রদায় গুলিও পাবে !

তখন ভারত আর, এক সাথে ক্ষেপে ক্ষেপে মাঠে নয়, সেনেটারি পায়খানায়, আলাদা আলাদা ভাবে, এক একজন করে, হাগবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন