বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

ভারতীয় খাবার ?


     ভারতীয় খাবার ?

     ফেসবুক থেকে         শেয়ার করেছেন       প্রণব কুমার কুণ্ডু

আমরা অনেক খাবার ভারতীয় ভাবি,,,,,অবিশ্বাস্য! এই ১১টি খাবার ভারতীয় নয়!*
===========================
১/....শুরুতেই চমক! সুক্তো কিন্তু বাঙালি খাবার নয়। সুক্তো একান্তভাবেই পর্তুগিজ খাবার।

২/.....চা যে চিন থেকে এসেছে, তা অনেকেই জানেন।

৩/....শিঙাড়া— মধ্যপ্রাচ্য থেকে এসেছে এই খাবার।

৪/....রাজমা-চাওলা— কী জানতেন, উত্তর ভারত? আজ্ঞে না। মেক্সিকো থেকে গুয়াতেমালা হয়ে ভারতে।

৫/....নান— রুটি ব্যাপারটাই পারস্যের একচেটিয়া। মুঘলরা এনেছিল নান।

৬/....লুচি— এই খাবারও পর্তুগিজদের হাত ধরে ভারতে এসেছে। বাঙালির নয়।

৭/.....ভাজা মিষ্টির বেশিরভাগের উৎপত্তি মধ্যপ্রাচ্যে। সেখান থেকেই এসেছে জিলিপি।

৮/....গুড়— ভারতে গুড় এসেছে পর্তুগিজদের হাত ধরে।

৯/.....জানিয়ে রাখা যাক, গুলাব জামুন এবং লেডিকিনি কিন্তু এক বস্তু নয়। লেডিকিনি খাঁটি ভারতীয়, বাঙালি। কিন্তু গুলাব জামুন এসেছে মধ্যপ্রাচ্য থেকে। অন্য অনেক ভাজা মিষ্টির মতো এর শিকড়ও মধ্যপ্রাচ্যে।

১০/...ফিল্টার কফি এসেছে মক্কা থেকে। বাবা বুদান মক্কা থেকে কফি আনেন এ দেশে। এই কফি নীলগিরি কফি নামে বিখ্যাত।
১১/...ডাল-ভাত এসেছে নেপাল থেকে। খিচুড়িও তা-ই।


লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি
Nivedita Patnaik দারুউউউউন খ (খা) ব (বা)র !
পরিচালনা করুন


লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর1ঘন্টা
Pranab Kumar Kundu আপনার লেখার সূত্রগুলি উল্লেখ করুন । আপনি তো জলকে 'পানি' বলেন ! আপনি কী মুসলমানপন্থী ? চাইলে আপনি মধ্যপ্রাচ্যে চলে যান ! চাইলে 'মক্কা'য়ও থাকতে পারেন ! ওখান থেকেও আপনি ফেসবুকে লিখতে পারবেন ! তবে বাংলা বানানে আপনার 'ণ'-এর এবং 'ন'-এর জ্ঞান থাকতে হবে ! 'লাইক' করা অলসতা ! 'প্রত্যুত্তর'-এর যথার্থ উত্তর চাই ! 'মন্তব্য'-এর যথাযথ উত্তর দেবেন ! ইতি-- গুণমুগ্ধ প্রণব কুমার কুণ্ডু !
পরিচালনা করুন


লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন