শনিবার, ৭ জুলাই, ২০১৮

R.S.S.


     R.S.S.

     শেয়ার করেছেন                      প্রণব কুমার কুণ্ডু



Rahul Mridha   ফেসবুক থেকে
প্রশ্ন R.S.S. কী?????
উত্তর : Rastriya Swayamsevak Sangh সংক্ষেপে RSS সম্পর্কে অনেকেই ভাবে এটা কি...?
কি এদের কাজ...?
দেশের জন্যে এরা কি করে...?
RSS এর প্রতিষ্ঠাতা হলেন মহারাষ্ট্রনিবাসী ড:কেশব বলিরাম হেডগেওয়ার ।
ইনি প্রথমজীবনে মহারাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের দলগুলির সাথে যুক্ত ছিলেন , কংগ্রেসও করেছিলেন কিছুদিন ।
পরে ইনি বুঝেছিলেন , এই অসংগঠিত ভারতীয়দের সংগঠিত করার কাজ এখানে থেকে করা সম্ভব নয় ।
তাই তিনি নিজে অন্যকিছু একটা করার কথা ভেবেছিলেন ।
এরপর ১৯২৫সালের ২৭শে সেপ্টেম্বর বিজয়াদশমীর দিন শরীরচর্চা ও খেলাধুলোর মধ্য দিয়ে কিছু ছেলেদের নিয়ে তিনি স্থাপন করলেন RSS
RSS এর মুল নীতি হলো...
নিজের জীবনের বিনিময়েও দেশপ্রেম ও দেশসেবা ।
অনেকেই এটাকে একটি কট্টরপন্থী হিন্দুসংগঠন ভেবে ভুল করেন ।
এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ।
আর যেহেতু ভারতবর্ষের মুল চালিকা শক্তিই হলো হিন্দুত্ত , তাই RSS হিন্দুত্তের পক্ষে ।
এখানে কিন্তু মুসলিম রাষ্ট্রীয় মঞ্চও রয়েছে ।
RSS এর কাজ কিন্তু শুধুমাত্র হিন্দুদের নয় , পুরো ১৩০কোটি ভারতীয়দেরই সংগঠিত করে রাখা ।
জন্মলগ্ন থেকেই RSS ভারতমায়ের সেবায় নিয়োজিত ।
স্বয়ং নেতাজী / গান্ধীজী RSS এর কার্যকলাপের সুনাম করে গেছেন ।
একবার দিল্লীর ডাঙ্গী কলোনিতে গান্ধীজী গিয়েছিলেন হিন্দু-মুসলিম ঐক্যের জন্যে ।
সেইমত প্রথমে মন্দিরে গিয়ে গীতা-কোরান দুই.ই পাঠ করেন ,
তারপর মসজিদে গিয়ে কোরান শেষে গীতা পাঠ করতেই উন্মত্ত মুসলমানের তাকে মারতে উদ্ধত হয়।
এরপর তিনি পালিয়ে যান তারপর সেই RSSই তাকে আশ্রয় দেয় দিল্লীতে ।
এরপরেও শুনতে হয় গান্ধীহত্যায় নাকি RSS জড়িত ?
গডসে RSS সদস্য ছিলনা সেটা তিনি নিজেই স্বীকার করেগেছেন , কংগ্রেসও প্রমাণ করতে পারেনি , যেমনটা পারেনি মোদীকে দাঙ্গাবাজ প্রমাণ করতে ।
৯০ বছরেরও বেশি সময় ধরে RSS ভারতের যেখানেই কোনোপ্রকার প্রাকৃতিক দূর্যোগ হয়েছে সেখানেই এগিয়ে গিয়েছে ।
৭১ এর যুদ্ধের সময়..
সেনাবাহিনীকে রক্তদান ও খাদ্যদ্রব্য সরবরাহ ক্রমাগত করে গিয়েছিল এই RSS নিজের জীবন বিপন্ন করেও ।
৫০ সালে কাশ্মীর যুদ্ধের সময় তুষারেঢাকা সেনাবিমানের রানওয়ে পরিষ্কার করেছিল এই RSS ৬জনের জীবনের বিনিময়ে ।
৬২ তে চীনযুদ্ধের সময় যখন দিল্লিপুলিশ সেনাবাহিনীকে সাহায্যের জন্যে বর্ডারে , তখন গোটা দিল্লীর ট্রাফিক করেছিল RSS ।
এরপর ৬৩ সালে নেহেরু RSS কে আমন্ত্রণ জানায় দিল্লীতে কুচকাওয়াজে অংশগ্রহনের জন্যে ।
এই RSS কেই গান্ধিহত্যার পর ব্যান করেও ব্যান ওঠাতে বাধ্য হয়েছিলেন নেহেরু ।
লক্ষ লক্ষ স্বয়ংসেবককে তিনি জেলে ভরেছিলেন , কিন্তু পারেননি তাদের রুদ্রশক্তির কাছে ।
এই RSS এর অনেক শাখা আছে...
ধর্মীয় সংগঠন VHP
ছাত্রসংগঠন ABVP
এছাড়াও সমাজের প্রায় প্রত্যেকটা স্তরেই RSS এর সংগঠন আছে ।
তাই দেশদ্রোহীদের RSSকে বোঝা সম্ভব নয়।

জয় শ্রী রাম।

ভারতমাতার জয়।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন