শুক্রবার, ২২ জুন, ২০১৮

সহজিয়া বাউল প্রসঙ্গে স্বামী পরমানন্দ


সহজিয়া বাউল প্রসঙ্গে স্বামী পরমানন্দ

রসতত্ত্ব ও সহজ সাধনা

তুলে ধরেছেন :                            প্রণব কুমার কুণ্ডু


সহজিয়া বাউলদের ভিতর এইরূপ ধারণা প্রচলিত আছে যে—শ্রীমন্মহাপ্রভু-পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী হলেন এই মতের আদিগুরু।
 
তাঁর নিকট হতে শ্রীরূপ গোস্বামী রসতত্ত্ব এবং সহজ সাধনার রহস্য অবগত হয়েছিলেন। 

তাঁর পর যথাক্রমে 
শ্রীরঘুনাথ গোস্বামী 
শ্রীকৃষ্ণদাস কবিরাজ 
এবং সিদ্ধ মুকুন্দদেব গোস্বামী 
এই রসতত্ত্ব 
ও সহজ সাধনার রহস্য 
জ্ঞাত হয়েছিলেন। 

এই মুকুন্দদেব গোস্বামী রাজপুত্র ছিলেন। 
তিনি বৈরাগ্য অবলম্বন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আশ্রয় পেয়েছিলেন।
 
এইরূপ কথা বাউলদের ভিতর প্রচলিত আছে যে—শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁকে দিয়েই শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত গ্রন্থ লিখিয়েছিলেন। 

আবার এইরূপ কিংবদন্তীও আছে যে, শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে যেতেন 
আর শ্রীমুকুন্দদেব গোস্বামী তা লিখতেন।

স্বামী পরমানন্দের ‘বাউলের মর্মকথা’ থেকে



সূত্র : বর্তমান, অমৃতকথা, তারিখ ২২/৬/২০১৮। [সংগৃহীত]। লেখাটিতে সজ্জা-বিন্যাস ঘটানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন