রবিবার, ২৪ জুন, ২০১৮

রূপক রায়-এর কলাম


রূপক রায়-এর কলাম


ফেসবুক থেকে, অংশবিশেষ        শেয়ার করেছেন            প্রণব কুমার কুণ্ডু



এবার স্বামী বিবেকানন্দের একটা গল্প শুনুন, স্বামীজী যখন আমেরিকায় গিয়েছিলেন শিকাগোর ধর্মসভায় যোগ দিতে, তখন তিনি যাদের বাড়িতে আশ্রয় পেয়েছিলেন, তারা কি তাকে স্বামীজীর ইচ্ছা মতো খাবার রান্না করে দিতো ? নিশ্চয় নয়। শুধু তাই নয়, খ্রিষ্টান পরিবারে অঢেল চলে গরু, শুয়োরসহ সবধরণের মাংস। ফলে ঐসব পরিবারে সাধারণত যেসব খাবার রান্না হতো স্বামীজী গরু শুয়োর সমৃদ্ধ ঐসব খাবার সবই খেতেন। কিন্তু তাতে স্বামীজীর হিন্দুত্ব নষ্ট হয়েছে, না জাত গিয়েছে ? স্বামীজী যে কাজের জন্য আমেরিকায় গিয়েছিলেন ঠিক সেই কাজ করে আবার ভারতে ফিরে এসেছিলেন, গরু ও শুয়োরের মাংস তার কোনো ক্ষতি করতে পারে নি। কিন্তু ভারতে ফিরে তিনি তো আর এসব নিষিদ্ধ মাংস খান নি। এ জন্যই হিন্দুশাস্ত্রের নির্দেশ, “যস্মিন দেশ যদাচার” অর্থাৎ- যেমন দেশ, তেমন আচার। শুধু তাই নয়, স্বামীজী কোনো দিনই নিরামিষ- ভোজী ছিলেন না। জীবনের শেষ পর্যন্ত তিনি মাছ মাংস খেয়ে গেছেন। আপনি, আমি কি তার চেয়ে বড় হিন্দু ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন