মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

বিধাতা

বিধাতা



রামচন্দ্রের সূর্য বংশে জন্ম।
দশরথ রামচন্দ্রের পিতা।
কৌশল্যা মাতা।
সীতা রামচন্দ্রের সহধর্মিণী।
লক্ষ্মণ রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা !

রামভন্দ্র স্বয়ং ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ অবতার।

তখন আর কি বাকি থাকে তাঁহার ?

সেই রামচন্দ্রকেও বিধাতা বিড়ম্বিত করেছিলেন !

বিধাতা আপনাকেও বিড়ম্বনায় ফেলতে পারেন !

সুতরাং  'বিধাতা'  থেকে সাবধান !

তখন দেখবেন,   বিধাতাই আপনার দিকে হয়েছেন  আগুয়ান !



* সু-১৪২৪/১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন