মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

শিব ( পাঁচ )


শিব ( পাঁচ )


শেয়ার করেছেন               প্রণব কুমার কুণ্ডু



শিবের সাতটি রহস্য :

১) সাপ: সর্প হচ্ছে সদা জাগ্রত থাকার প্রতীক, যদি আপনার গলায় একটি সাপ প্যাঁচানো থাকে, তাহলে আপনি কিছুতেই ঘুমাতে পারবেন না!

২) ভস্ম: এটা জীবনের অনিত্যতাকে স্মরণ করিয়ে দেয়, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদেরও একদিন ভস্মতে পরিণত হতে হবে!

৩) চন্দ্র: চন্দ্র সর্বদাই মনের সাথে সম্পর্কিত, এটি জীবনের সকল পরিস্থিতিতে সুখী থাকা এবং মনের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক!

৪) ডমরু: এটা দেখতে ইনফিনিটি চিহ্নের মত, যা শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তা-চেতনার প্রতীক!


৫) ত্রিশুল: শিব প্রকৃতির তিন গুণ নিয়ন্ত্রণ করে থাকেন, এটি তারই প্রতীক, তিনি এটির মাধ্যমে সকলকে নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করে থাকেন! ত্রিভূবন (স্বর্গ মর্ত্য পাতাল), ত্রিগুণ (সত্ত্ব রজঃ তমঃ), ত্রিবিধ যোগ (জ্ঞান কর্ম ভক্তি); সবই এই মহাস্ত্রে গ্রথিত!


৬) নীলাভ শরীর: আকাশ অন্তহীন, শিবও তেমনি অন্তহীন, নীলাভ শরীর অন্তহীন আকাশের মতই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক!


৭) গঙ্গা: গঙ্গা নিষ্কলুষ জ্ঞানের প্রতিনিধিত্ব করেন, যখন শিবের মতই আমাদের হৃদয় স্থির হয়, তখনই তাতে নিষ্কলুষ জ্ঞান প্রবাহিত হয়!


সত্যম্ শিবম্ সুন্দরম্

Ψ হর হর মহাদেব! Ψ

সনাতন ধর্মাবলম্বী সকলে এই ধর্মীয় পেজটা লাইক করে ধর্মপ্রচারে সহযোগিতা করুন!!!



চিত্রে থাকতে পারে: ১ জন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন