মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

সীতা-কী-রসুই


সীতা-কী-রসুই



সীতা-কী-রসুই !
সীতার রান্নাঘর !

তৎকালীন, উত্তর প্রদেশের জৌনপুরে, ইব্রাহিম সাহ, আনুমানিক  ১৪০০  খ্রিস্টাব্দে, ঐ রসুইঘরের সৌধটি, জুম্মামসজিদ-এ, পরিবর্তিত করেন !

জুম্মা। জুমা। শুক্রবার।
শুক্রবার, মুসলমানদের নামাজ পড়ার বিশেষ বার।
জুম্মা। জুমা। শুক্রবারের মুসলমানি নাম।

জুম্মা মসজিদ। জুমা মসজিদ।
যে মসজিদে মুসলমান জনসাধারণ একত্রিত হয়ে, জুম্মার/জুমার নামাজ পড়েন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন