রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

ব্রহ্মাণ্ড


ব্রহ্মাণ্ড



ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল কারিগর তিনটি !
১। ডার্ক এনার্জি বা অদৃশ্য শক্তি
২। ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু
৩। আর সাধারণ ম্যাটার বা দৃশ্য জগৎ !

ঈশ্বর সম্ভবত, ব্রহ্মাণ্ডের সৃষ্টির ঐ মূল তিন কারিগরের ওপর, তীক্ষ্ণ দৃষ্টি রাখেন !

ডার্ক এনার্জি বা অদৃশ্য শক্তি, ব্রহ্মাণ্ডের মোট শক্তির,  শতকরা সত্তর ভাগ !

সেই অদৃশ্য শক্তি,  একটু একটু করে, অদৃশ্য বস্তু,  বা ডার্ক ম্যাটার, সৃষ্টি করছে !

তাতে ব্রহ্মাণ্ড, একটু একটু করে, ফুলে ফেঁপে বেড়ে যাওয়ার,  প্রবণতা হচ্ছে.....

সেই প্রবণতা থেকে, একটু একটু করে, সাধারণ ম্যাটার, বা দৃশ্য জগতের,  নবসৃষ্টি হচ্ছে.....

ঈশ্বর, সে দিকেও, তাকাচ্ছেন ! সব কিছু, নজরে রাখছেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন