রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

কল্প


কল্প



মহান অস্তিত্বের একটি  'কল্প'  বা, ব্রহ্মার একটি দিন,  অতিবাহিত হতে,   ৪৩২  কোটি  মনুষ্য-বছরের সময় লাগে !

সৃষ্টিকর্তা ব্রহ্মার, একটি দিন, একটি কল্পের সমান !

ব্রহ্মার একটি দিন, বা একটি কল্প, অতিবাহিত হবার পর, ব্রহ্মা, নিদ্রাভিভূত হন !

ব্রহ্মার সেই নিদ্রাভিভূত হয়ে থাকার সময়ও,  ৪৩২  কোটি  মনুষ্য-বছরের সমান !

বলা হয়, ব্রহ্মা  নিজে,  আর চারবেদ ছাড়া, তখন সব সৃষ্টি বিলুপ্ত হয় !

তখন বেদ চতুষ্টয়,  ব্রহ্মার দেহের অভ্যন্তরে,  নাকি অবস্থান করেন !

বেদগুলি পরিবর্তন করা ষায় না ! বেদগুলি ধ্বংসও হয় না ! বেদগুলি অপরিবর্তনীয় হিসাবেই থেকে যায় !

তখন পৃথিবী সূর্য চাঁদ বাতাস, এসবের অস্তিত্ব থাকবে কিনা, তা জানা যায় না !

এগুলো  কল্পের ধারণা ! একটা ধারণা দিলাম মাত্র ! বলতে পারেন, কল্পের গল্প !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন