মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

বুদ্ধদেব [ দুই ]






বুদ্ধদেব [ দুই ]



বুদ্ধদেব ভগবান বিষ্ণুর, নবম অবতার !
বুদ্ধদেবের পিতা শুদ্ধোদন । মাতা মায়াদেবী ।
বুদ্ধদেবের পিতৃদত্ত নাম সিদ্ধার্থ ।
অন্য নামগুলি, গৌতম,  তথাগত,  শাক্যমুনি,  শাক্যসিংহ, 
বুদ্ধদেব, গৌতম বুদ্ধ  বোধিসত্ত্ব,  প্রভৃতি ।

বোধিসত্ত্ব নাম, বুদ্ধদেবের, বুদ্ধত্বলাভের পূর্ববর্তীজন্মে ও অবস্থায়,  বুদ্ধদেবের  নাম ।

শাক্য
ক্ষত্রিয় বংশ ।

এই শাক্যকুলচূড়ামণি-ই বুদ্ধদেব।

শাক্যসিংহের বুদ্ধত্ব বা বোধিলাভের স্থান বুদ্ধগয়া ।

বুদ্ধগয়া ভারতের বিহার প্রদেশের অন্তর্গত গয়া শহরের
অদূরস্থ মাহাত্ম্যপূর্ণ স্থান ।

বুদ্ধদেব প্রদর্শিত মতবাদে বিশ্বাসীরা,  বৌদ্ধ ।

বুদ্ধগয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর আদি নাম ছিল নৈরঞ্জনা ।
নৈরঞ্জনা নদীর কথা,  রামায়ণে বর্ণিত আছে ।
নৈরঞ্জনা এখন ফল্গু নদী ।
ফল্গু,   এখন গয়ার অন্তঃসলিলা  নদী।নদী-খুঁড়লে জল পাওয়া যায় ।

বুদ্ধদেব যে অশ্বত্থমূলে বসে,  বোধি লাভ করেছিলেন তা
বোধিদ্রুম বা বোধিবৃক্ষ ।
অশ্বত্থ গাছের তলায় তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব
লাভ করেছিলেন ।

বুদ্ধদেব, বর্তমান উত্তর প্রদেশের কুশীনগরে মহাপরিনির্বাণ
লাভ করেন ।

মহাপরিনির্বাণ,  বৌদ্ধমতে, সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি
এবং মোক্ষ ।
মহাপরিনির্বাণ আবার, বুদ্ধদেবের মৃত্যুও ।

বুদ্ধদেব পালি ভাষায় উপদেশ দিতেন ।

বুদ্ধদেব সংস্কারপন্থী মানুষ ছিলেন ।

হিন্দুধর্মের প্রেক্ষিতে, তিনি অনেক যুগান্তকারী সংস্কার এনেছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন