উত্তরণ [ গদ্যরচনা ] [ তিন ]
আমি যখন তোমার শরীরের কোন অংশে, আমার নিজের স্থান করে নিয়েছি, তখন আমার আমিত্বের অহংকার ফুটে উঠেছে !
আর যখন তোমার শরীরের কোন অংশকে, আমার নিজের, অঙ্গসংস্পর্শে জায়গা করে দিয়েছি, তখন আমার মমত্ব জেগে উঠেছে !
আমিত্ব অহংকার মমত্ব এসব নিয়েই, আমি বেঁচে আছি !
তোমার চিরন্তন সত্তার অনুভব করছি !
দেখছি অহংবোধের আমিত্বে থেকেও, সার্বিক উত্তরণের পথে, চলে যাওয়া যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন