উত্তরণ [ গদ্যরচনা ] [ এক ]
উত্তরণ [ গদ্যরচনা ] [ এক ]
আমাদের বিবেক জেগে ওঠে মস্তিষ্ক থেকে।
মস্তিষ্ক বুদ্ধির আকর।
বুদ্ধিকে ভর করে বিবেক দশদিকে ছড়িয়ে পড়ে।
আমাদের শ্রদ্ধা জেগে ওঠে হৃদয় থেকে।
হৃদয় থেকে সশ্রদ্ধভাব আসে।
আবার ' শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম '।
বিবেক শ্রদ্ধা এবং জ্ঞান মিলেমিশে, আমরা আরো পরিপূর্ণ মানুষের দিকে, একটু একটু করে এগিয়ে যাই।
আমাদের মনুষ্যত্বের বিকাশ বিবর্ধনও, তখন, ঘটে যায়!
বিবেকের সঠিক জ্ঞানপূর্ণ বিশ্লেষণে, আমরা, ন্যায়-সত্য এবং সাম্য-অসাম্য, জানতে বুঝতে, অনুভব করতে, পারি।
আমরা সকলে ঈশ্বরের বরপুত্র হয়ে যাই।
ক্রমশ, আমাদের, আরও আরও, উত্তরণ ঘটে যায় !
আমাদের বিবেক জেগে ওঠে মস্তিষ্ক থেকে।
মস্তিষ্ক বুদ্ধির আকর।
বুদ্ধিকে ভর করে বিবেক দশদিকে ছড়িয়ে পড়ে।
আমাদের শ্রদ্ধা জেগে ওঠে হৃদয় থেকে।
হৃদয় থেকে সশ্রদ্ধভাব আসে।
আবার ' শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম '।
বিবেক শ্রদ্ধা এবং জ্ঞান মিলেমিশে, আমরা আরো পরিপূর্ণ মানুষের দিকে, একটু একটু করে এগিয়ে যাই।
আমাদের মনুষ্যত্বের বিকাশ বিবর্ধনও, তখন, ঘটে যায়!
বিবেকের সঠিক জ্ঞানপূর্ণ বিশ্লেষণে, আমরা, ন্যায়-সত্য এবং সাম্য-অসাম্য, জানতে বুঝতে, অনুভব করতে, পারি।
আমরা সকলে ঈশ্বরের বরপুত্র হয়ে যাই।
ক্রমশ, আমাদের, আরও আরও, উত্তরণ ঘটে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন