মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

বোধ বোধি বুদ্ধি


বোধ বোধি বুদ্ধি



বোধ।
জ্ঞান। বুদ্ধি। অনুভূতি। উপলব্ধি।
বোধ। উদ্বোধন।
বোধভাষ্যি। কাণ্ডজ্ঞান।
বোধশক্তি। বুদ্ধিবল।

বোধি।
স্বতঃ উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি।
বোধি পরমজ্ঞান।

বুদ্ধি।
বোধ। বিচারশক্তি। মনোবৃত্তি।
বুদ্ধিজীবী।
বুদ্ধি বলে, বা বুদ্ধির কাজ করে, জীবিকা অর্জন করে, এমন ব্যক্তি।
আজকালকার বুদ্ধিজীবীরা,  জীবিকা অর্জনের জন্য, এবং,  পুরস্কার ইত্যাদি অর্জনের জন্য,   সরকার পক্ষের রাজনীতি করে !
সম্ভাব্য চোরেদের হয়ে,  দালালি করে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন