সন্ধ্যাবেলায়
সন্ধ্যাবেলায় অনেকেই ঠাকুর ঘরে সন্ধ্যা দেন !
তখন দিন ও রাত্রির সন্নিক্ষণ !
রাত্রির শুরু। সাঁঝ !
আপনি হয়তো, দিন-রাত্রির সন্নিকালে, ঈশ্বরের উপাসনা করেন ! আহ্নিক করেন !
আহ্নিক। ঈশ্বরের বন্দনা। ঈশ্বরের উপাসনা।
আপনি ঠাকুর ঘরের আলো, এবং, আশেপাশের আলোগুলো, নিবিয়ে দিতে পারেন !
ঠাকুরের সামনের, ঠাকুরের জন্য নির্দিষ্ট প্রদীপটি জ্বালুন !
অন্য আলোগুলো নিবিয়ে দিলে, প্রদীপটির আপাত ঔজ্বল্য বৃদ্ধি পাবে !
কিছুক্ষণ নিশ্চিত মনে, নিশ্চিন্তে, চুপ করে বসে থাকুন !
আপাত অন্ধকারে, শুধু, প্রদীপের আলো, আপনাকে, নতুন অনুভূতি জোগাবে !
মনে যদি কোন ভাবনা আসে, সেই ভাবনা স্বীকার করুন !
সেই ভাবনার ভালো দিকগুলো, পরবর্তীতে, সফল করার চেষ্টা করুন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন