একাদশী
একাদশী।
তিথি বিশেষ।
একাদশী তিথিতে, বিশেষত, হিন্দু ঘরের বিধবাদের, উপবাস পালনীয়।
উপবাস। উপোষ। উপোস। উপোষণ। অনাহার। অনশন।
উপ-উষ ( রুগণ হওয়া ) + অল্ অনট্ ভা ।
একাদশী। হরিদিন। হরিবাসর !
হরিবাসর। দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন !
একাদশী তিথিতে করণীয় উপবাস।
একাদশী দুই ধরণের।
শুক্লা একাদশী ও কৃষ্ণা একাদশী।
যে সময়ে সূর্যের দৃষ্টিপথ থেকে, চাঁদের একাদশ কলা বেরিয়ে আসে, সেই সময়ে হয়, শুক্লা একাদশী।
যে সময়ে, চাঁদের একাদশ কলা, সূর্যের দৃষ্টিপথে, প্রবেশ করে, সেই সময়ে হয়, কৃষ্ণা একাদশী।
অগ্রহায়ণ ইত্যাদি মাস সহ, বারো মাসে, কৃষ্ণ শুক্ল ভেদে, 'উৎপন্না' 'মোক্ষা' ইত্যাদি চব্বিশটি একাদশী, এবং মলমাসে দুইটি একাদশী, সর্বমোট, কোনো বছরে হতে পারে, ছাব্বিশটি একাদশী।
একাদশী।
একাদশী তিথিতে অনুষ্ঠেয়, ব্রতোপবাস।
ব্রতর জন্য উপবাস।
শুক্রবার দিনে আমার আবার, ধর্ম একাদশী।
ধর্ম ঠাকুরের প্রীতির জন্য, প্রতি সপ্তাহের, প্রতি শুক্রবার, আমার আবার ব্রতউপবাস।
শুক্রবার দিনে ফের আমার, আল্লা একাদশী।
ঐ দিনে, আল্লাঠাকুরের প্রীতির জন্যও, আমার, ব্রতউপবাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন