মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

নির্বিকল্প সমাধি


নির্বিকল্প সমাধি



নির্বিকল্প।
বিকল্পহীন !
অভ্রান্ত।
নিঃসংশয়।
ওটাই নাকি 'পূর্ণজ্ঞান' !
জ্ঞাতৃজ্ঞেয় বিভাগশূন্য।
জ্ঞাতৃজ্ঞেয় ভেদবুদ্ধি বর্জিত।
ওটি জগৎ ও ব্রহ্মের তাদাত্ম্য জ্ঞান অনুবন্ধী।

তাদাত্ম্য।
ব্রহ্মের সঙ্গে একাত্মতা।
ব্রহ্মের সঙ্গে নিবিড় ঐক্য।
ব্রহ্মের সঙ্গে অভেদ ঐক্য।
ব্রহ্মের সঙ্গে ব্রহ্মজ্ঞানীর তাদাত্ম্য সম্বন্ধ !
[ সংস্কৃতে তদাত্মন্ + ষ ]।

অনুবন্ধী।
সম্বন্ধীয়।
সম্পর্কিত।
অন্বিত।
অবিচ্ছিন্ন।
পারস্পর্যযুক্ত।
সুসম্বদ্ধ।


নির্বিকল্প সমাধি।
জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদশূন্য হয়ে অদ্বিতীয় পরব্রহ্মে একাগ্রচিত্তে অবস্থান !
বাহ্যজ্ঞানশূন্য হয়ে ধ্যানমগ্নতা।
ধ্যানে তন্ময়তা।
জ্ঞাতৃজ্ঞেয় ভেদহীন অদ্বিতীয় ব্রহ্মতে তদাকার বুদ্ধিবৃত্তির  একইভাবে অবস্থান।

ওখানে থাকে না কোন পিছু টান !
ধ্যান।
শূধু ধ্যান।
শুধুই ধ্যান !

তদাকার।
সেই প্রকার।
সেই রকম।
তাদৃশ।
তত্তুল্য।
তদাত্মক।
নিবিষ্ট !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন