মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

সবিকল্প সমাধি


সবিকল্প সমাধি


সবিকল্প।
বিকল্প যুক্ত।
বিকল্প বিশিষ্ট।
তুলনায় গেলে
বিপরীতে অবিকল্প !


সবিকল্প সমাধি।
যোগের একধরণের সমাধি বিশেষ !

সবিকল্প সমাধিতে,
জ্ঞাতা
জ্ঞেয়
জ্ঞান
এই তিনের
লয় হওয়ার
সম্ভাবনা নেই !
জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই তিনের লয় না হওয়া সত্ত্বেও, ব্রহ্মে, চিত্তবৃত্তির অবস্থান নিশ্চিত করা হয় !

তুলনীয়।
নির্বিকল্প সমাধি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন