বুধবার, ১ মার্চ, ২০১৭

পঞ্চকোষ


পঞ্চকোষ



বেদান্ত দর্শনে, পঞ্চকোষতুল্য, জীবসত্তার বিভিন্ন স্তরের আচ্ছাদক হিসাবে ধরে নেওয়া হয় !

পঞ্চকোষ।

১। অন্নময়কোষ
২। প্রাণময়কোষ
৩। মনোময়কোষ,
৪। বিজ্ঞানময়কোষ
৫। আনন্দময়কোষ


অন্নময়কোষ।
অন্ন দ্বারা রচিত, অন্ন দ্বারা গঠিত, অন্ন দ্বারা পালিত, অন্নে সংরক্ষিত !

প্রাণময়কোষ।
পঞ্চ কর্মেন্দ্রিয়ের সঙ্গে, পঞ্চ প্রাণ।
পঞ্চকর্মেন্দ্রিয়। বাক, পাণি, পাদ, পায়ু,  উপস্থ।
পঞ্চপ্রাণ। প্রাণ, অপান, উদান, সমান, ব্যান। এই পাঁচরকম বায়ু।

মনোময়কোষ।
পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের সাথে, 'মন'।
পঞ্চজ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।

বিজ্ঞানময়কোষ।
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাথে, 'বুদ্ধি'।

দেখা যাচ্ছে, মনের সাথে 'জ্ঞান',  এবং, মনের সাথে 'বুদ্ধি', 'টনটনে' থাকে !

মনোময়কোষে ও বিজ্ঞানময়কোষে, উভয় জায়গায়, জ্ঞানেন্দ্রিয়ের সাদৃশ্য আছে !

আনন্দময়কোষ।
আনন্দময়কোষ, কারণ শরীর ! সবসময় আনন্দময় সত্তায় পরিপূর্ণ ! আনন্দে পূর্ণ এবং আনন্দে পরিপূর্ণ !
কারণশরীর, স্থূলশরীর এবং সূক্ষ্মশরীরের, লয়স্থান ! আবার পুনর্জন্মে, সূক্ষ্ম শরীরের সূচনা এবং উৎপত্তি স্থান ! স্থুলশরীরেরও সূচনা কারণশরীর, তবে, স্থূলশরীরের উৎপত্তি স্থান, মাতৃ জঠর !
আনন্দময়কোষ থেকে, সবসময় 'আনন্দধারা' প্রবাহিত হয় ! কিন্তু, সেই আনন্দধারার আনন্দ অনুভূতি কে পান ? 
আনন্দময়কোষ থেকে, আবার, আনন্দবিকার'ও, হতে পারে !

২টি মন্তব্য: