বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

ব্রাহ্মণের পুত্রের উপনয়ন


ব্রাহ্মণের পুত্রের উপনয়ন



এখনো ব্রাহ্মণের পুত্রের উপনয়ন হয় !
উপনয়ন। যজ্ঞোপবীত ধারণের সংস্কার। পৈতা ধারণের অনুষ্ঠান। বেদ অধ্যয়নের জন্য, গুরুর গৃহে যাওয়া, ইত্যাদি !
সংস্কার। শাস্ত্রীয় অনুষ্ঠান ইত্যাদির দ্বারা পবিত্র হওয়া, বা, ব্রাহ্মণপুত্রের ক্ষেত্রে, so called, 'পতিত অবস্থা' থেকে উদ্ধার পাওয়া !

উপনয়ন উপলক্ষ্যে, দুচার জন কে, নেমন্তন্ন করে খাওয়ায় !

তবে উপনয়নে নিযুক্ত ব্রাহ্মণপুত্র, এখন আর বেদ অধ্যয়ন করে না !
গুরুগৃহেও যায় না !
গুরুগৃহে থাকেও না !
শুধু গলায়/ঘাড়ে তেরচা ভাবে সুতোর পৈতে ঝুলিয়ে দেওয়া হয় !
তবে মাথা ন্যাড়া করা হয় !

দ্বিজ।
দ্বিজন্মা।
একবার মাতৃগর্ভ থেকে জন্ম, এবং, আর একবার উপনয়নের ফলে, 'নবজন্ম' লাভ করে বলে, ব্রাহ্মণ সন্তান, 'উপনয়নের পরে', 'দ্বিজ' বা 'দ্বিজন্মা' বলে পরিচিতি লাভ করে !

ব্রাহ্মণ পুত্রদের সাধারণত আট বছর বয়সে, কখনো এগারো বছর বয়সে, কখনো বারো বছর বয়সে, উপনয়ন ( পৈতা ) হয় ! সেই বয়সগুলো, পৈতা ধারণ করার 'মুখ্যকাল' !

অন্যভাবে, আট বছর থেকে ষোল বছর বয়স পর্যন্ত, এগারো থেকে বাইশ বছর বয়স পর্যন্ত, উপনয়নের শাস্ত্রসন্মত extended period. !

এর মধ্যে, উপনয়ন সংস্কার না হলে, সেই ব্রা্‌হ্মণ পুত্র, 'ব্রাত্য' হয়ে যায় !

ব্রাত্য।
পতিত ! ব্রতভ্রষ্ট ! যথাসময়ে উপনয়ন না হওয়া !

ব্রাহ্মণ পুত্রদের, উপনয়নের সময়, লিঙ্গমুণ্ডের ত্বক, ছেদন করা হয় না !

ব্রাহ্মণ কন্যাদের, 'উপনয়ন' নামক বাহ্য সংস্কার নেই !

উপনয়ন সংস্কার, as if, ব্রাহ্মণ পুত্রের, 'দ্বিতীব জন্ম' !
ব্রাহ্মণপুত্র, আবার একটি 'নতুন মা' পায় !
পুত্রের বাবা তাতে আহ্লাদে আটখানা হয় !
পুত্রের গর্ভধারিণী মা, তাঁর 'মাতৃত্ব' হারানোর জন্য, কাঁদতে থাকে !
উপনয়ন অনুষ্ঠান চলাকালীন, পুত্র তার মায়ের  মুখ দেখে না !
মা, মনঃকষ্টে, মনোবেদনায়, বিমর্ষ থাকে !

এটাই পুত্রের উপনয়নে, গর্ভধারিণী মায়ের tragedy. !

পুত্র যেমন নতুন মা পায়, কিন্তু, পুত্রের 'নতুন বাবা পাওয়া'র দৃষ্টান্ত নেই !
ওটা শাস্ত্রে অনুল্লিখিত !


শাস্ত্রে উপনয়ন সম্বন্ধে উল্লেখ আছে
মনুসংহিতা। ২.৩৬;৩৮;৩৯। যোগেন্দ্রনাথ বিদ্যারত্ন -সংশোধিত।
যাজ্ঞবল্ক্য-সংহিতা। ১.১৪।
বিষ্ণুসংহিতা। ২.১। প্রভৃতিতে।



সূত্র  'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ৪২৪।
 

৩টি মন্তব্য: