মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

নারী পুরুষ ও সৃষ্টি


নারী পুরুষ ও সৃষ্টি



পুরুষ স্বভাবে নিষ্ক্রিয় !
তবে প্রয়োজনে তাঁকে সৃষ্টি কাজে সক্রিয় হতে হয় !

নারীও নিষ্ক্রিয় !
তাঁকে সচেতন ভাবে সক্রিয় করতে হয় !

নারীকে সক্রিয় করার কাজটা পুরুষই করতে পারে !

সক্রিয় না করলে, নারীর আবেগ জাগে না !
তাঁর আলস্যও কাটে না !

আবেগ না জাগলে, আলস্য না কাটলে, নতুন কর্মের উন্মাদনা হয় না !

এবং নূতন সৃচ্টিও হয় না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন