আত্মবীজ নষ্ট !
ভগবদ্ গীতায়, অষ্টম অধ্যায়ের, অষ্টম ও দশম শ্লোকে, অধিযজ্ঞ-এর উপাসনার ফল, বলা হয়েছে , পরম দিব্যপুরুষ প্রাপ্তি !
অধিযজ্ঞ- যজ্ঞাধিষ্ঠাত্রী, অর্থাৎ যজ্ঞ অধিষ্ঠাত্রী, অর্থাৎ, যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা। যেমন, কৃষ্ণ, বিষ্ণু। 'অধিষ্ঠাত্রী' শব্দটা কিন্তু, ' আধিষ্ঠাতা' শব্দটির, স্ত্রী লিঙ্গ ! অধিষ্ঠাতা শব্দের অর্থ, অবস্থানকারী, অধিষ্ঠান করে, এমন ! দিব্য কথাটির অর্থ, 'স্বর্গীয়'। দিব্যপুরুষ, স্বর্গের দেবতা। 'পরম দিব্যপুরুষ' বলতে বোঝায়, অনেক উঁচু দরের দেবতা ! যেমন, কৃষ্ণ স্বয়ং, বা কৃষ্ণের প্রায় সমতুল্য, ভগবান বিষ্ণু !
গীতার অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে, পরম অক্ষর নির্গুণ ব্র্হ্মের উপাসনার ফল, পরম গতি প্রাপ্তি ! অর্থাৎ, ব্রহ্মপ্রাপ্তি !
অষ্টম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে বলা হয়েছে, সগুণ সাকার ভগবান স্রীকৃষ্ণের উপাসনার ফল, ঈশ্বর লাভ !
ঈশ্বর প্রাপ্তির পর আর পুনর্জন্ম হয় না !
অর্থাৎ, আত্মবীজ কোন অবস্থাতেই, আর অঙ্কুরোদ্গম ( অঙ্কুর-এর উদ্গম ) হয় না !
ঈশ্বর নিজেই তা বীজতলায় ছড়াতে পারেন না !
জলছেচনও করতে পারেন না !
নিষেক করাতে পারেন না !
প্রকৃতিও সহযোগিতা করে না !
সূর্যও আলো দেয় না !
ফলে আত্মবীজের বীজ, তার আধার, সব নষ্ট হয়ে যায় !
ভগবদ্ গীতায়, অষ্টম অধ্যায়ের, অষ্টম ও দশম শ্লোকে, অধিযজ্ঞ-এর উপাসনার ফল, বলা হয়েছে , পরম দিব্যপুরুষ প্রাপ্তি !
অধিযজ্ঞ- যজ্ঞাধিষ্ঠাত্রী, অর্থাৎ যজ্ঞ অধিষ্ঠাত্রী, অর্থাৎ, যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা। যেমন, কৃষ্ণ, বিষ্ণু। 'অধিষ্ঠাত্রী' শব্দটা কিন্তু, ' আধিষ্ঠাতা' শব্দটির, স্ত্রী লিঙ্গ ! অধিষ্ঠাতা শব্দের অর্থ, অবস্থানকারী, অধিষ্ঠান করে, এমন ! দিব্য কথাটির অর্থ, 'স্বর্গীয়'। দিব্যপুরুষ, স্বর্গের দেবতা। 'পরম দিব্যপুরুষ' বলতে বোঝায়, অনেক উঁচু দরের দেবতা ! যেমন, কৃষ্ণ স্বয়ং, বা কৃষ্ণের প্রায় সমতুল্য, ভগবান বিষ্ণু !
গীতার অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে, পরম অক্ষর নির্গুণ ব্র্হ্মের উপাসনার ফল, পরম গতি প্রাপ্তি ! অর্থাৎ, ব্রহ্মপ্রাপ্তি !
অষ্টম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে বলা হয়েছে, সগুণ সাকার ভগবান স্রীকৃষ্ণের উপাসনার ফল, ঈশ্বর লাভ !
ঈশ্বর প্রাপ্তির পর আর পুনর্জন্ম হয় না !
অর্থাৎ, আত্মবীজ কোন অবস্থাতেই, আর অঙ্কুরোদ্গম ( অঙ্কুর-এর উদ্গম ) হয় না !
ঈশ্বর নিজেই তা বীজতলায় ছড়াতে পারেন না !
জলছেচনও করতে পারেন না !
নিষেক করাতে পারেন না !
প্রকৃতিও সহযোগিতা করে না !
সূর্যও আলো দেয় না !
ফলে আত্মবীজের বীজ, তার আধার, সব নষ্ট হয়ে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন