শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

আভিধানিক ত্রি শব্দ

আভিধানিক ত্রি শব্দ


পুরোটাই আভিধানিক !

ত্রি শব্দ !



"চোদনা- প্রেরণা; প্রবর্তনা; তর্জনা। চুদ্ (  প্রেরণে ) + অন ভাব + আপ্। বি; স্ত্রী।"

"চোদয়িতা- প্রবর্তক; প্রেরক। ণিজন্ত চুদ্ বা ( = চোদি ) + তৃন্ কর্তৃ। বিণ; পু। স্ত্রী- চোদয়িত্রী।"

"চোদিত- প্রেরিত, প্রবর্তিত, নিয়োজিত। ণিজন্ত চুদ্ ( = চোদি ) + ক্ত কর্ম। বিণ।"


'চোদনা', 'চোদয়িতা', 'চোদয়িত্রী', 'চোদিত', এই চারটি শব্দই, আভিধানিক !


'চোদিত',  'কর্ম' বলে উল্লৈখ আছে !  ওখানে, 'পুরুষ' বা 'স্ত্রী' বলে কোন উল্লেখ নেই !
কাজেই ধরে নিচ্ছি, 'চোদিত', পুরুষ অথবা স্ত্রী উভয়ের মধ্যে, যে কোন একজন হতে পারে !
পুরুষ 'চোদিত' হলে, স্ত্রীর ইচ্ছা, স্ত্রীর স্বাধীনতা,স্ত্রীর রতি শক্তি, স্ত্রীর নিজস্ব সঙ্গম শক্তি. স্ত্রীর স্বামির প্রতি ভালোবাসা দারুণভাবে প্রশংসার্হ এবং প্রশংসিত হয় !


যদি লিমেরিক লিখি, তবে এরকম হবে-


লিমেরিক

'চোদনা' সবসময়েই স্ত্রী !

'চোদয়িতা' পুরুষ !
'চোদয়িত্রী' স্ত্রী !

'চোদিত', পুরুষ অথবা স্ত্রী, যে কেউ হতে পারে !
পুরুষ 'চোদিত' হলে, সে ক্ষেত্রে, , নারীর প্রগতিশীলতা বাড়ে !


*সূত্র  'সরল বাঙ্গালা অভিধান,' পৃষ্ঠা ৫১৫, নবম সংস্করণ, পুনর্মুদ্রণ: এপ্রিল ২০১৬, সুবলচন্দ্র মিত্র সংকলিত, প্রধান উপদেষ্টা জ্যোতিভূষণ চাকী, পরিমার্জনা ও সম্পাদনা, শৈলেন চক্রবর্তী।
নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিমিটেড, ৬৮, কলেজ স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন