জগাদা-সুবলদা'র গল্প !
জগাদা আর সুবলদা ছিল আত্মাআত্মি বন্ধু।
সুবলদা ছিল চালাক ধূর্ত !
জগাদা সাদা-সিধে ! সরল। অনাড়ম্বর !
সুবলদা সারা গায়ে পাউডার মাখত।
তাই দেখে জগাদা হাসত !
দুজনেই ছিল 'মালু' !
রোজ সন্ধ্যের পরে, 'ধাবা'য় বসে একসাথে 'মাল' খেত !
জগাদার তলপেট-টা ছিল ঢালু !
ওখানে 'মাল' জমতো না !
পেচ্ছাবের সাথে তাড়াতাড়ি বেরিয়ে যেত !
ফলে জগাদা মাতলামি একদমই করত না !
জগাদা ছিল ভালোমানুষ। খুব-ই ভালো মানুষ ! সবসময় হাসিখুশি থাকত ! মাঝে মাঝে বৌ-এর কথা, মানে আমাদের 'বৌদির' কথা, বলত ! মেয়ের কথা বলত ! মায়ের কথা বলত !
সুবলদা মদের সাথে 'ট্রানকুলাইজার' মিশিয়ে 'মাল' খেত ! ফলে সুবলদার নেশা বেশি হত ! মাতলামি করত ! সুবলদার পা টলমল করত ! বমি করত !
জগাদা সুবলদাকে ধরত ! শুশ্রূষা করত ! ধরে ধরে 'রেস্ট হাউসে', রিক্সা করে ফিরিয়ে নিয়ে আসত !
জগাদা অনেক বছর হল মারা গেছে ! শেষের দিকেে খেতে পেত না ! স্কুলের দিদিমণির চাকরি করা 'বৌ'-এর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল ! শরীর-স্বাস্থ্য ভেঙ্গে পড়েছিল ! জগাদার কথা শুনলে, জগাদার জন্য এখনো কষ্ট হয় !
সুবলদার কথা জানি না ! লিভার 'সিরোসিস'-এ ভুগেছে কিনা, জানিনা ! 'পারকিনসোনিজম'-এ ছোবল বসিয়েছে কিনা জানিনা ! বেঁচে আছে কিনা, তাও জানিনা ! বেঁচে থাকলে, আমার এই লেখাটা দেখলে খুশি-ই হবে !
জগাদা-সুবলদা দুজনের সাথেই ছিল আমার ভালো সম্পর্ক !
জগাদা আর সুবলদা ছিল আত্মাআত্মি বন্ধু।
সুবলদা ছিল চালাক ধূর্ত !
জগাদা সাদা-সিধে ! সরল। অনাড়ম্বর !
সুবলদা সারা গায়ে পাউডার মাখত।
তাই দেখে জগাদা হাসত !
দুজনেই ছিল 'মালু' !
রোজ সন্ধ্যের পরে, 'ধাবা'য় বসে একসাথে 'মাল' খেত !
জগাদার তলপেট-টা ছিল ঢালু !
ওখানে 'মাল' জমতো না !
পেচ্ছাবের সাথে তাড়াতাড়ি বেরিয়ে যেত !
ফলে জগাদা মাতলামি একদমই করত না !
জগাদা ছিল ভালোমানুষ। খুব-ই ভালো মানুষ ! সবসময় হাসিখুশি থাকত ! মাঝে মাঝে বৌ-এর কথা, মানে আমাদের 'বৌদির' কথা, বলত ! মেয়ের কথা বলত ! মায়ের কথা বলত !
সুবলদা মদের সাথে 'ট্রানকুলাইজার' মিশিয়ে 'মাল' খেত ! ফলে সুবলদার নেশা বেশি হত ! মাতলামি করত ! সুবলদার পা টলমল করত ! বমি করত !
জগাদা সুবলদাকে ধরত ! শুশ্রূষা করত ! ধরে ধরে 'রেস্ট হাউসে', রিক্সা করে ফিরিয়ে নিয়ে আসত !
জগাদা অনেক বছর হল মারা গেছে ! শেষের দিকেে খেতে পেত না ! স্কুলের দিদিমণির চাকরি করা 'বৌ'-এর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল ! শরীর-স্বাস্থ্য ভেঙ্গে পড়েছিল ! জগাদার কথা শুনলে, জগাদার জন্য এখনো কষ্ট হয় !
সুবলদার কথা জানি না ! লিভার 'সিরোসিস'-এ ভুগেছে কিনা, জানিনা ! 'পারকিনসোনিজম'-এ ছোবল বসিয়েছে কিনা জানিনা ! বেঁচে আছে কিনা, তাও জানিনা ! বেঁচে থাকলে, আমার এই লেখাটা দেখলে খুশি-ই হবে !
জগাদা-সুবলদা দুজনের সাথেই ছিল আমার ভালো সম্পর্ক !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন