নারী আচার্য, নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রীনিবাস সহ গুরুকুল
পাণিনি ব্যাকরণ এর চতুর্থ ও ষষ্ঠ অধ্যায়ে, নারী আচার্য এবং নারীদের জন্য গুরুকুল এর ছাত্রী আবাস এর কথা রয়েছে। (৪.১.৪৯,৬.২.৮৬)
অশ্বলায়ন গৃহ্যসুত্র, উপনয়ন এর মাধ্যমে গুরুকুল এ ভর্তির পর পড়াশোনা শেষ করে নারী পুরুষ সব ছাত্র ছাত্রী সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিত।
(অশ্বলায়ন গৃহ্যসূত্র ৩.৮.১০.১৪)
যজুর্বেদ ৮.১, ব্রহ্মচর্য শেষ করা নারী, তার গুরুকুলে পড়াশোনা শেষ করে, তার সমমানের যোগ্যতাসম্পন্ন পাত্রকে বিয়ে করত।
সেটা কি লাভ ম্যারেজ ছিল ?
অথর্ববেদ ১১.৫.৩ এ সরাসরি আমরা যজ্ঞোপবীত পরিহিতা নারীর কথা পাই।
সূত্র : ফেসবুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন