শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

রামায়ণের সঠিক শ্লোকসংখ্যা

 রামায়ণের সঠিক শ্লোকসংখ্যা

রামায়ণে মোট শ্লোক কয়টি?

"উদারবৃত্তার্থপদৈর্মনোরমৈস্তদাস্য রামস্য চকার কীর্তিমান্।
সমাক্ষরৈঃ শ্লোকশতৈর্যশস্বিনো যশস্করং কাব্যমুদারদর্শনঃ।। [বালকাণ্ড- ২|৪২]
বঙ্গানুবাদ- তখন উদার দৃষ্টিসম্পন্ন যশস্বী মহর্ষি বাল্মীকি সমাক্ষরযুক্ত গভীর অর্থসমন্বিত রমণীয় পদরাজি দ্বারা বহুশত শ্লোকে (চব্বিশ হাজার শ্লোকে) সেই কীর্তিমান রামচন্দ্রের চরিত্র অবলম্বনে মনোহর কাব্য রচনা করলেন।

গীতাপ্রেস কর্তৃক প্রকাশিত শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণের আদিকাণ্ড/বালকাণ্ডের ২য় সর্গের ৪২তম শ্লোকে রামায়ণের শ্লোক সংখ্যা ২৪হাজার উল্লেখ থাকলেও বালকাণ্ড থেকে উত্তরকাণ্ড পর্যন্ত মোট শ্লোক সংখ্যা ২৩,৬৭৮টি।
যার বিবরণ তুলে ধরলাম নিচে-
১। বালকাণ্ড/আদিকাণ্ড- ২,২৩৮টি শ্লোক (৭৭টি সর্গ)।
২। অযোধ্যাকাণ্ড- ৪,৩০৬টি শ্লোক (১১৯টি সর্গ)।
৩। অরণ্যকাণ্ড- ২,৪৯১টি শ্লোক (৭৬টি সর্গ)।
৪। কিষ্কিন্ধ্যাকাণ্ড- ২,৪৫৯টি শ্লোক (৬৭টি সর্গ)।
৫। সুন্দরকাণ্ড- ২,৮৬৫টি শ্লোক (৬৮টি সর্গ)।
৬। যুদ্ধকাণ্ড- ৫,৭৮০টি শ্লোক (১২৮টি সর্গ)।
৭। উত্তরকাণ্ড- ৩,৫৩৯টি শ্লোক (১১১টি সর্গ)।
*মোট শ্লোক সংখ্যা= ২৩,৬৭৮টি।
✍️ দোলন চক্রবর্ত্তী
বাংলাদেশ অগ্নিবীর (চট্টগ্রাম বিভাগ)

1 জন, মন্দির এবং টেক্সট-এর একটি ছবি হতে পারে
সব প্রতিক্রিয়া:
2
2
লাইক করুন
কমেন্ট করুন
শেয়ার করুন
Druva Ckb 
ফলো করুন
রামায়ণে মোট শ্লোক কয়টি?
চতুর্বিংশৎ-সহস্রাণি শ্লোকানামুক্তবান্ ঋষিঃ। তথা সর্গশতাল্পঞ্চ ষট্ কাণ্ডানি ততোত্তরম্।। [বালকাণ্ড- ৪|২]
বঙ্গানুবাদ- এই কাব্যে মহর্ষি চব্বিশ হাজার শ্লোক, পাঁচ শত সর্গ এবং ছয়টি কাণ্ড ও উত্তর কাণ্ড (উত্তর কাণ্ড সহ মোট সাত কাণ্ড) রচনা করেছেন।
(চবিবশ হাজার শ্লোক সমন্বিত পাঁচ শত সর্গে সপ্তকাণ্ড রামায়ণ রচিত হয়েছে)
গীতাপ্রেস কর্তৃক প্রকাশিত শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণের আদিকাণ্ড/বালকাণ্ডের ৪র্থ সর্গের ২য় তম শ্লোকে রামায়ণের শ্লোক সংখ্যা ২৪হাজার এবং সর্গ সংখ্যা ৫শত উল্লেখ থাকলেও বালকাণ্ড থেকে উত্তরকাণ্ড পর্যন্ত মোট শ্লোক সংখ্যা ২৩,৬৭৮টি এবং সর্গ সংখ্যা ৬৪৬টি।
যার বিবরণ তুলে ধরলাম নিচে-
১। বালকাণ্ড/আদিকাণ্ড- ২,২৩৮টি শ্লোক (৭৭টি সর্গ)।
২। অযোধ্যাকাণ্ড- ৪,৩০৬টি শ্লোক (১১৯টি সর্গ)।
৩। অরণ্যকাণ্ড- ২,৪৯১টি শ্লোক (৭৬টি সর্গ)।
৪। কিষ্কিন্ধ্যাকাণ্ড- ২,৪৫৯টি শ্লোক (৬৭টি সর্গ)।
৫। সুন্দরকাণ্ড- ২,৮৬৫টি শ্লোক (৬৮টি সর্গ)।
৬। যুদ্ধকাণ্ড- ৫,৭৮০টি শ্লোক (১২৮টি সর্গ)।
৭। উত্তরকাণ্ড- ৩,৫৩৯টি শ্লোক (১১১টি সর্গ)।
*মোট শ্লোক সংখ্যা= ২৩,৬৭৮টি।
*সর্গ সংখ্যা= ৬৪৬টি।
✍️ দোলন চক্রবর্ত্তী
বাংলাদেশ অগ্নিবীর (চট্টগ্রাম বিভাগ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন