পাঞ্জাবের গুরুকূল
Rai Kishori, PhotoTito Nandi-এর সাথে আছেন।
পাঞ্জাবে গুরুকূলে 10-12 বছর বয়সী ছেলে বাচ্চাদের ভর্তির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। সামনের বছর মেয়ে বাচ্চারা ভর্তি হতে পারবে এবছর শুধু ছেলে বাচ্চা। জুন থেকে ক্লাস শুরু হবে। কারো জানা শোনা (10-14 বছর বয়সী)বাচ্চা দিতে চাইলে যোগাযোগ করতে অনুরোধ। বিঃদ্রঃ- এই গুরুকূলে প্রতিটি বাচ্চাকে সংস্কৃত, ইংরেজি, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, চাষবাস, ধর্মশিক্ষা, প্রকৌশলী শিক্ষা থেকে শুরু করে সকল শস্ত্র ও শাস্ত্র শেখানো হবে। ভবিষ্যতে তাকে কখনো চাকরী খুঁজতে হবে না কারণ সর্ববিদ্যায় পারদর্শী শিশু নিজের পছন্দ মত পেশা বেছে নেবে পাশাপাশি ধর্ম রক্ষায় পরম বীর তৈরি হবে। হর হর মহাদেব।
ঠিকানা দেয় নি ! ফালতু !
মনে হয় ওদের সার্টিফিকেটের, যদি দেয়, কোন বৈধতা থাকবে না !
প্রণব কুমার কুণ্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন