সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ষোড়শ সংস্কার।

 ষোড়শ সংস্কার।

শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডূ













বিষয় : ষোড়শ সংস্কার।
পবিত্র বেদ অনুসারে সনাতন ধর্মের সংস্কার হল মোট ১৬টি। আর এসব সংস্কারকে একত্রে "ষোড়শ সংস্কার" বলা হয়। যা জন্মের পূর্ব হতে মৃত্যু পর্যন্ত বিস্তৃত। সেগুলো হল :
০১. গর্ভাধান।
০২. পুংসবন।
০৩. সীমন্তোন্নয়ন।
০৪. জাতকর্ম।
০৫. নামকরণ।
০৬. নিষ্ক্রমণ।
০৭. অন্নপ্রাশন।
০৮. মুণ্ডন।
০৯. কর্ণবেধ।
১০. উপনয়ন।
১১. বেদারম্ভ।
১২. সমাবর্তন।
১৩. বিবাহ।
১৪. বানপ্রস্থ।
১৫. সন্ন্যাস ও
১৬. অন্ত্যেষ্টি।
---------------------------------------------------------
চলমান থাকবে >>>
[ বিঃদ্রঃ- fb থেকে কপি করা নয় ] — মনোরম অনুভব করছেন।
শিশু এবং টেক্সট-এর একটি ক্লোজআপ হতে পারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন