শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

সেমেটিক ধর্ম


সেমেটিক ধর্ম























প্রণব কুমার কুণ্ডু



ইহুদি ধর্ম  খ্রিস্টান ধর্ম  ও  ইসলাম ধর্ম, সেমেটিক ধর্ম।
সেমেটিক ধর্ম তিনটির উদ্ধব হয়েছে, মূলত সেমিটিয়, অর্থাৎ হিব্রু  আরবিয়  আসিরিয়  ও ফিনিশিয় ভাষাগুলিতে কথা বলা জনগোষ্ঠীর মধ্যে।
বাইবেলে ( Book of Genesis-এ ) বর্ণিত নোয়া-এর এক ছেলের নাম ছিল 'সাম'।
সাম-এর বংশধরেরা, সেমেটিক।
সেমেটিক ধর্মগুলির উৎপত্তি হয়েছে, মূলত,  ইহুদি  আরব   আসিরিয় ও ফিনিশিয়দের মধ্যে।
প্রধান প্রধান সেমেটিক ধর্ম, ইহুদি ধর্ম  খ্রিস্টান ধর্ম  ও ইসলাম ধর্ম।
প্রথমে ইহুদি ধর্ম  পরে খ্রিস্টান ধর্ম  একদম শেষে মুসলিম ধর্মের উত্থান।
ঐ তিনটি ধর্মই মোটামুটী ভাবে, পয়গম্বর প্রথা অনুযায়ী, পয়গম্বরীয় ধর্ম।
ইসলাম ধর্ম, ঈশ্বরের নবির দ্বারা আনীত ও স্বর্গীয় নির্দেশনায় বাহিত।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন