সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

ছট মাঈ কী জয় !

প্রণব কুমার কুণ্ডু
     ছট মাঈ কী জয় !







গৌতম মন্ডল এতে ইতিহাসের বিভিন্ন তথ্য। ফেসবুক থেকে শেয়ার করেছেন :        প্রণব কুমার কুণ্ডু।

অনার্য মতে সূর্য হল স্ত্রী দেবতা আর চন্দ্র পুরুষ দেবতা ।

অনার্যদের বিশ্বাস ছিল যে সূর্যের কৃপাতে সমুদ্রের জল বাস্প হয়ে উপরে উঠে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে , তাই তাদের খারিপ ফসল অর্থাৎ বর্ষাতী ধান ভাল হচ্ছে।
আবার সূর্যের কৃপাতেই শীতের সময় যে শীতের বর্ষা হয় সেটা ছটী বরসাত অর্থাৎ রবি ফসল ভাল হবে। এই ফসল কাটা হয় শীতের একেবারে শেষে।
তাই মগধে বছরে দুবার ছটের পূজা হয় --- একবার কার্তিকা ছট আর একবার চৈতী ছট।

একে বলা হয় ছট মাঈ ।
পুজো করা হয় সূর্য কে, জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় । নানা ধরনের জিনিস যেমন - গম দিয়ে তৈরি ঠেকুয়া , চালের নাড়ু , বাতাবী নেবু, কলা, আখ। এই সব জিনিস অনার্যদের জিনিস । এর থেকে বোঝা যায় বেদের সঙ্গে কোন সম্পর্ক নেই। মগধ মানে বেদ বিরোধী দেশ । পটনা গয়া এ সমস্ত মগধ দেশ । মগধ দেশে ছট পুজ করা হয় জলে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে।

এই ভাবে ছট পুজো করা হয় । এখন ছট পুজো না করলে এদিক অদিক হলে নানান ক্ষতি হয়ে যাবে। ছট মাঈ অসন্তুষ্ট হয়ে গেলে নানা বিপদ হয়ে যাবে । এই ভয়ে ভক্তি সহকারে ভয় ভক্তি সহকারে ছট মাঈ-য়ের পুজো হয় । ভয় থেকে পুজো করা এর পেছনে মনস্তত্ত্ব।

[ সুত্র : পৌরাণিক দেব-দেবীর উদ্ভবের পেছনে মনস্তত্ত্ব , আনন্দ বচনামৃতম (১০-১৩)- শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন